শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

‘বিবর্তন’এর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩  


নারায়ণগঞ্জের বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বিবর্তন’ ২য় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছে। শুক্রবার বাদ জুম্মা পূর্ব ইসদাইরে রঘু অভিজিৎ রায়ের বাসভবনে মধ্যাহ্নভোজন শেষে মলয় দাস চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।

 

 

প্রস্তুতি কমিটির আহ্বায়ক হয়েছেন, পিয়ার জাহান কমল। সদস্য সচিব হয়েছেন, অসীম কুমার বড়–য়া ও দীপু সাহা। সদস্য নির্বাচিত হয়েছেন, নাসিম আফজাল, জাহিদুল হক খোকন, রায়হান জনি, মোশারফ হোসেন, সমর রায়, আঃ আউয়াল,  এ বি সিদ্দিক (বন্দর), আমিনুল ইসলাম শুভ (ইসদাইর), তুষার আহমেদ (ইসদাইর), লুৎফা বেগম, মোখলেছুর রহমান, নির্মল সাহা, ইউসুফ আলী এটম ও মলয় দাস চন্দন।

 


৪০ জন সদস্য/সদস্যার উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় বিভিন্ন বক্তা সংগঠনের নানাদিক নিয়ে বিশদ আলোচনা করেন। দ্বিতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করতে যেয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব দেয়া হয়। এরপর সবার সম্মিলিত সিদ্ধান্তে আগামী বছরের ১ মার্চ শুক্রবার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

 


সভায় অন্যদের মধ্যে আব্দুল মান্নান, হারুন অর রশীদ, আ.মালেক, আমিরুল ইসলাম, সাইফুল আসলাম, নজরুল ইসলাম, মো.স্বাধীন, মো.রাজু, সহিদুর রহমান, মো.হান্নান, লিটন খান, সিরাজুল ইসলাম ভুঁইয়া, জালাল, দুলাল হোসেন, মো.মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথি বক্তা ছিলেন, রঘু অভিজিৎ রায় ও রনজিত সাহা।    এন.হুসেইন রনী /জেসি

এই বিভাগের আরো খবর