মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

বিবর্তনের সাংগঠনিক সফর কর্মসূচি

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৬ মে ২০২৩  


নারায়ণগঞ্জের বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বিবর্তন’ শহরের গন্ডি পেরিয়ে প্রত্যন্ত অঞ্চলে সাংগঠনিক সফরের কর্মসূচি প্রণয়ন করেছে। এরই অংশ হিসেবে এ মাসের শুরুতে শীতলক্ষ্যার পূর্বপার বন্দরে সফরের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সোনারগাঁ সফরের আয়োজন করা হয়েছে।

 

 

বন্দরে পিয়ার জাহান কমলের বাড়িতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরি সভাপতি সিনিয়র সাংবাদিক ও ছড়াকার ইউসুফ আলী এটম। সভার শুরুতে বিবর্তনের সভাপতি মলয় দাশ চন্দনের কন্যা মেধা, সহ সভাপতি পিয়ার জাহান কমলের শাশুড়ি এবং নির্মল সাহার পিতার মৃত্যুতে সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

 

 

মোখলেছুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মো. নাছিরউদ্দিন আহমেদ নেছার, হুমায়ুন কবির এলিন, সমর রায়, মো.হান্নান, কামরুজ্জামান, মনিরুজ্জামান, দুলাল হোসেন, বিশ্বজিৎ বসাক, আ.মালেক, সঞ্জয় সাহা, ইউসুফ ইকবাল,আবু বকর সিদ্দিক, সিরাজুল ইসলাম ভুঁইয়া,নাজমুল হাসান, শেখ কামাল হোসেন, মামুন সরকার, হাজী মন্জুরুল হক, সুমিত বড়ুয়া। 

 

 

সহিদুর রহমান, রায়হান আলম, আবু সাঈদ, জাকির হোসেন, পিয়ার আলী প্রমুখ। সভায় আগামি ডিসেম্বর মাসে সম্মেলন সমপন্ন করে বিবর্তনকে আরো গতিশীল ও সংগঠিত করার সিদ্ধান্ত নেয়া হয়। আজ (২৬ মে) শুক্রবার সোনারগাঁ সফরের কর্মসূচি রয়েছে। যারা নাম এন্ট্রি করেছেন তাদেরকে সকাল ১১টার মধ্যে নবীগঞ্জ খেয়াঘাটে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।  এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর