শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩ লাখ ছাড়াল

প্রকাশিত: ১৫ মে ২০২০  

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে করোনাভাইরাসের প্রথম রোগী সনাক্ত হওয়ার পর এই পর্যন্ত বিশ্বব্যাপী ৩ লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশে এই ভাইরাসে মৃতের সংখ্যা ৩ লাখ ৭৯১ জন।

১৩৪ দিনের মধ্যে বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়ে রহস্যময় এই ভাইরাস। চলতি বছরের ১১ জানুয়ারি এই ভাইরাসে প্রথম মৃত্যু হয় চীনে। ১২৪ দিনের মাথায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেলো। অবিশ্বাস্য গতিতে বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।


করোনাভাইরাসে সবচেয়ে বেশি মারা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বের ক্ষমতাধর দেশটিতে ৮৫ হাজার ৭৬৮ জন প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়েছে সর্বোচ্চ ১৪ লাখ ৩৯ হাজার ৭১৫ জন। 


যুক্তরাজ্যে প্রাণ হারিয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ হাজার ৬১৪ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৩ হাজার ১৫১ জন। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর হার এই দেশটিতে। 


ইতালিতে মারা গেছে ৩১ হাজার ৩৬৮ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৯৬ জন। আটলান্টিক পাড়ের দেশ স্পেনে করোনা কেড়ে নিয়েছে ২৭ হাজার ৩২১ জনের প্রাণ। আক্রান্ত করেছে ২ লাখ ৭২ হাজার ৬৪৬ জন। ফ্রান্সে মারা গেছে ২৭ হাজার ৭৪ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬০ জন।


জার্মানিতে মারা গেছে ৭ হাজার ৮৮৪ জন। আক্রান্তের সংখ্য্ া১ লাখ ৭৪ হাজার ৪৭৮ জন। বেলজিয়ামে মারা গেছে ৮ হাজার ৯০৩ জন। ইরানে প্রাণ হারিয়েছে ৬ হাজার ৮৫৪ জন। নেদারল্যান্ডসে মারা গেছে ৫ হাজার ৫৯০ জন।


করোনাভাইরাসের নতুন হটস্পট হয়ে উঠেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মারা গেছে ১৩ হাজার ৫৫৫ জন। আক্রান্তের সংখ্যা প্রায় দুই লাখ। 
 

এই বিভাগের আরো খবর