শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বিশ্বজুড়ে গেল ২৪ ঘন্টায় করোনায় ১ লাখের বেশি মানুষ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমন হু হু করে বৃদ্ধি পাচ্ছে। গত একদিনে করোনাভাইরাসের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড দেখলো বিশ্ব। গেল ২৪ ঘন্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ আট হাজার। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ লাখ।


কিছুদিন করোনায় মৃত্যুর সংখ্যা কমার পর আবার ৫ হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ২শ’ মৃত্যুর পর, মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে, তিন লাখ ৪০ হাজারের কাছাকাছি।


করোনায় এখনও পর্যন্ত নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাবে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৩ হাজারের বেশি মানুষ। দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৬ লাখ ১ হাজার ২৫১ জন। আর একদিনে মৃত্যু হয়েছে প্রায় ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ, মোট প্রাণহানির সংখ্যা ৯৭ হাজারের বেশি।


করোনাভাইরাসের নতুন হট স্পট লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯৬৯ জন। তাতে লাতিন আমেরিকার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৩০ হাজার ৮৯০ জন। গেল ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ৯৬৬ জন। ব্রাজিলে মারা গেছে ২১ হাজার ৪৮ জন।


হঠাৎই মৃত্যু বেড়েছে স্পেনে। দেড় মাসে প্রথমবার দিনে প্রায় ৭শ’ মৃত্যু দেখেছে দেশটি। মৃত্যু তুলনামূলক কম হলেও, কোভিড নাইনটিনে আক্রান্তের সংখ্যা তিন লাখ ২৬ হাজার ছাড়িয়েছে রাশিয়ায়।

 

এই বিভাগের আরো খবর