শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের জানাজা; গার্ড অব অনার প্রদান

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩  



নাসিক ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমানের জানাযা মঙ্গলবার (১০ জানুয়ারী) বাদ আসর সরকারী তোলারাম কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এর আগে তাকে রাষ্ট্রীয় সম্মাননা তথা গার্ড অব অনার প্রদান করা হয়।  

 

 

এরপর তাকে সোনারগাঁয়ের পৈত্রিক বাড়ির সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।  উল্লেখ্য, মরহুম সৈয়দ লুৎফর রহমান আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকনের পিতা।  মঙ্গলবার (১০ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কলেজরোডস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

 

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।  মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।  এদিকে, মরহুম সৈয়দ লুৎফর রহমানের জানাযায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক খোকন সাহা। 

 

 

১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল হোসেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভপতি শেখ নাজমুল আলম সজল, বিকেএমইএ পরিচালক কবির হোসেন। 

 

 

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সাংগঠনি সম্পাদক নুরুজ্জামান কাউসার মহানগর তাতী লীগের আহবায়ক চৌধুরী এইচ এম ফারুক সাহেদ, সহ সর্বস্তরের রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এন.এইচ/জেসি

এই বিভাগের আরো খবর