শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে না.গঞ্জ জেলা প্রশাসনের কর্মসূচি

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪  

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। রবিবার ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় সদর উপজেলার পঞ্চবটি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।



সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল ৮টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন। দিনব্যাপী চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণে বিজয় মেলা, চারুকলা ইনস্টিটিউটে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। 

 

সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান। দুপুর ১টায় স্থানীয় হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম এবং শিশু কেন্দ্রগুলোতে বিশেষ খাবার বিতরণ। বিকেল ৩টায় ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বনাম জেলা প্রশাসনের প্রীতি ফুটবল ম্যাচ। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেট ও কাবাডি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং শহরের উন্মুক্ত স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

এই বিভাগের আরো খবর