সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বৃষ্টিতে সাধারণ মানুষের নানা দুর্ভোগ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২১ জুন ২০২২  

আমাদের দেশ হচ্ছে ছয় ঋতুর দেশ। বর্তমানে চলছে বর্ষা ঋতু। বর্ষা ঋতুর প্রথম মাস হচ্ছে আষাঢ় মাস। আষাঢ় মাস মানেই এই রোদ এই বৃষ্টি। গত কয়েক দিন ধরে দেশে চলছে একাধারে বৃষ্টি। এই আষাঢ় মাসের বৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষ সহ সাধারণ পথচারীদের পোহাতে হয় নানা রকমের ভোগান্তি।

 

 অল্প বৃষ্টিতেই নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়কে জমে হাঁটু পানি ও কাদা। সরেজমিনে গতকাল সোমবার দুপুরের বৃষ্টিতে নগরীর বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন সড়কে হাঁটু পানি জমে থাকতে দেখা যায়। এছাড়াও কালির বাজার, নবাব সলিমুলাø সড়ক, শায়েস্তা ঈশা খাঁ সড়কে অল্প বৃষ্টিতে কাদা জমতে দেখা যায়।

 

 এ বিষয়ে কালির বাজার এলাকার লিমন নামের একজন ফল বিক্রেতা জানান, “এখন ফলের সিজেন, দোকানে অনেক রকমের ফল তুলেছি বিক্রির জন্য কিন্তু ঘন ঘন বৃষ্টির কারণে বিক্রি করতে পারছি না। ফল যদি সময় মতো বিক্রি করতে না পারি তাহলে সেটি নষ্ট হয়ে যাবে। এই আষাঢ় মাসের বৃষ্টির কারণে আমাদের ব্যবসা করতে অনেকটাই সমস্যা হয়।

 

এ বিষয়ে আদর্শ বালিকা কলেজের ইতি নামের এক শিক্ষার্থী জানান, আমি বাসা থেকে প্রতি দিন পায়ে হেঁটে কলেজে আসি কখনো আবার রিকশা দিয়ে আসি কিন্তু। বর্তমানে বৃষ্টির কারণে পায়ে হেঁটে কলেজে আসতে পারি না। কারণ রাস্তায় জমে থাকা ময়লা পানির কারণে কলেজের ড্রেস নষ্ট হয়ে যায়।

 

 সরকারি তোলারাম কলেজের শারমিন নামের একজন শিক্ষার্থী জানান বৃষ্টির কারণে কলেজে আসতে অনেক সমস্যায় পড়তে হয়। জমে থাকা পানির কারণে ড্রেস নষ্ট হয়ে যায় পরীক্ষার সময় রিকশা পাওয়া দুষ্কর হয়ে দাড়ায় এবং অতিরিক্ত ভাড়া দিতে হয়। এ বিষয়ে আরও একজন পথচারী জানান, বৃষ্টির কারণে কাজে যেতে পারি না ঠিক সময়ে।

 

 ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, এতে করে কাজের অসুবিধা হয়। সময় মতো কাজে যেতে পারিনা বৃষ্টির কারণে। এ বিষয়ে বিভিন্ন পরিবহন চালকরা জানান, বৃষ্টি হলে আমরা শহরে গাড়ি চালাতে পারিনা, জমে থাকা পানির কারণে আমাদের গাড়ির ইঞ্জিন ও ব্যাটারির অনেক সমস্যা দেখা দেয়। জমে থাকা পানির নিচে ছোট ছোট গর্ত থাকার কারণে অনেক সময় রিকশা উল্টে যায়।এসএম/জেসি 

 

এই বিভাগের আরো খবর