Logo
Logo
×

বিচিত্র সংবাদ

ভাইরাল সেই স্বপ্ন, পদ্মা, সেতু’র প্রথম জন্ম বার্ষিকী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০৯:২৬ পিএম

ভাইরাল সেই স্বপ্ন, পদ্মা, সেতু’র প্রথম জন্ম বার্ষিকী

 

যুগের চিন্তায় সংবাদ প্রকাশের পর ভাইরাল হওয়া সেই স্বপ্ন, পদ্মা, সেতু’র প্রথম জন্ম বার্ষিকী ছিল গতকাল। এই দিনে বন্দর উপজেলার আশরাফুলের স্ত্রী এনি বেগমকে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতালে ভর্তির পর গাইনী চিকিৎসক সহকারী অধ্যাপক ডাঃ বেনজীর হক পান্না’র তত্ত্বাবধায়নে থ্রি বেবীর জন্ম হয়েছিল। এর মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে।

 

তখন ডাঃ বেনজীর হক পান্না স্বপ্নের পদ্মা সেতুর নাম করন করে এদের নাম রেখেছিলেন স্বপ্ন, পদ্মা ও সেতু। তাই গতকাল তার চেম্বারে অনাম্বর এক অনুষ্ঠানের মাধ্যেমে স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্ম বার্ষিকী পালন করেন তিনি। ডাঃ বেনজীর হক পান্না জানান, সম্পূর্ন সময় নিয়েই এই নবজাতকদের জন্ম হয়েছিল। এখন এই বেবীদের এক বৎসর হয়েছে। ওরা সবাই ভালো আছে। আমি এদের দীর্ঘায়ূ কামনা করি।

 

উল্লেখ্য, গত বৎসর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর এই তিন শিশুর নাম স্বপ্ন, পদ্মা, সেতু রাখা হলে প্রথম দৈনিক যুগের চিন্তা পত্রিকায় এই সংবাদ ছাপা হয়। এরপর নেটদুনিয়ায় ছাড়িয়ে ভাইরাল হয় তারা। পরবর্তিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই তিন শিশুর জন্য তিনটি স্বর্নের চেইন উপহার হিসেবে দেওয়া হয়।এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন