বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

ভুয়া পুলিশ পরিচয়ে যুবক আটক

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩  

 

বন্দরে লক্ষণখোলা এলাকায় ফরহাদ হোসেন শুভ নামে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। মঙ্গলবার ১৭অক্টোবর সন্ধ্যায় লক্ষনখোলা এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

 

এ সময় তার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম, হেলমেট, ওয়াকিটকি ও খেলনার একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ধৃত ভুয়া পুলিশ ফরহাদ হোসেন শুভ গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার কওনিয়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে সে রাজারবাগ পুলিশ লাইনে মেসবয় হিসেবে কর্মরত আছে। 

 

পুলিশ সুত্রে জানা গেছে, রাজারবাগ পুলিশ লাইনের মেসবয় ফরহাদ হোসেন শুভ বিভিন্ন সময়ে পুলিশ অফিসার পরিচয়ে বিভিন্ন জায়গায় গিয়ে যৎসামান্য পরিচয়ে সম্পর্ক গড়ে তুলতো। এবং পুলিশ পরিচয় দিয়ে ফোন নাম্বার নিয়ে প্রশাসনিক চাকুরী দেয়ার প্রলোভন দেখাতো। বিভিন্ন সময়ে বিভিন্ন জনের কাছ থেকে সুবিধাও গ্রহন করতো।

 

মঙ্গলবার লক্ষনখোলা এলাকাবাসী সন্দেহ হলে বন্দর ফাড়ী পুলিশকে অবগত করে। পরে বন্দর ফাঁড়ীর ইন্সপেক্টর রেজাউল করিম তাকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে।  

 

এ ব্যাপারে বন্দর ফাঁড়ির ইন্সপেক্টর রেজাউল করিম বলেন, পুলিশ পরিচয়দানকারী ফরহাদ হোসেন শুভ নামে এক যুবককে আটক করেছি। তার কাছে খেলনার পিস্তলসহ ইউনিফর্ম, হেলমেট, ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। তবে তার সাথে একটি চক্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের স্বার্থে পরে জানানো হবে। এস.এ/জেসি
 

এই বিভাগের আরো খবর