সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১

ভোটকেন্দ্র ফাঁকা আড়াইহাজারে  

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২২ মে ২০২৪  


আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ শুরু হলে ও অধিকাংশ ভোটকেন্দ্র প্রায় ভোটার শূন্য ও অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করা গেছে। আড়াইহাজার উপজেলার আওতাধীন আড়াইহাজার পৌরসভা, গোপালদী পৌরসভা, সাতগ্রাম ইউনিয়ন, দুপ্তারা ইউনিয়ন, ব্রাহ্মন্দী ইউনিয়ন, ফতেপুর ইউনিয়ন, বিশনন্দী ইউনিয়ন, মাহমুদপুর ইউনিয়ন।

 

 

সব মিলিয়ে আড়াইহাজার উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯হাজার ৪৮৭ জন। যেখানে  পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ২২ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৪৬২ জন। তার পরে ও নির্বাচনের প্রথম প্রহর থেকে শেষ অবদি পর্যন্ত ভোটার সংখ্যা ছিলো অনেকটাই সীমিত। যা নিয়ে ইতিমধ্যে আলোচনা-সমালোচনা চলছে আড়াইহাজার জুড়ে।

 

 

তা ছাড়া বিএনপি ভোট বর্জনের ডাক দেওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করেনি দলটির নেতাকর্মীরা। তা ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়। শুধু চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ-আওয়ামী লীগের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গিয়েছিলো।

 

 

এদিকে দোয়াত কলম প্রতীক নিয়ে মাঠে প্রার্থীতা করেছিলেন সাবেক উপজেলার চেয়ারম্যান শাহজালাল মিয়া, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ সদস্য হুইপ বাবুর সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ও আনারস প্রতীকের ড্যামি প্রার্থী সুজন ইকবাল। তিনজন থাকলে ও মূল প্রতিদ্বন্দ্বিতা হতে দেখা যায় দোয়াত কলমের প্রার্থী শাহজালাল ও ঘোড়ার প্রার্থী স্বপনের সাথেই। কিন্তু ভোট শেষ হওয়ায় ৪ ঘন্টা আগে কিছু অপ্রীতিকর ঘটনার বিবরণ দিয়ে নির্বাচন বর্জন করেন শাহজালাল মিয়া।

 


গতকাল মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আড়াইহাজার পৌরসভার বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে গিয়ে দেখা মিলেছে ভোটার শূন্যতার। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের দেখা মিলেলে ও দোয়াত কলমের প্রার্থী পাওয়া যায়নি বেশিরভাগ কেন্দ্রে।

 


সরেজমিনে আড়াইহাজার পৌরসভা ৪নং ওয়ার্ডের-৫৩নং ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মহিলা ভোটার-১৮২১, পুরুষ ভোটার-১৮২৩। প্রিজাইডিং অফিসার মো. সোলেমান জানান, সকাল ১০টায় সর্ব মোট ভোট পরেছে-৭টি। কেন্দ্রে ছিলো না দোয়াত কলম বা আনারসের পোলিং এজেন্ট।

 


পরবর্তীতে আড়াইহাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের-সরকারি সফর আলী কলেজ কেন্দ্রে পুরুষ ১০৩১, মহিলা- ১০৫৭জন। প্রিজাইডিং অফিসার মো. আলমগীর হাসান জানান, সকাল ১১ টায় সর্বশেষ হিসাব করেছি পুরুষ-৪৮জন আর মহিলা-৩৯জন।

 


আড়াইহাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের জাহানারা বেগম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ও মহিলা মিলিয়ে ২,৬১১জন ভোটার। সকাল ১২টায় সেখানে উপস্থিত হয়ে পাওয়া যায়নি প্রিজাইডিং অফিসারকে খুঁজলে তার অফিস বন্ধ পাওয়া যায়। পুরো কেন্দ্র ঘুরে ও তাকে পাওয়া যায় না। পরবর্তীতে প্রায় ৪০ মিনিট পরে প্রিজাইডিং অফিসার সালাউদ্দিন আহম্মেদ উপস্থিত হন। পরবর্তীতে তিনি বলেন, এই কেন্দ্রে ১২ টা পর্যন্ত ২০০জন ভোটার ভোট প্রয়োগ করেছেন।

 


আড়াইহাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের ৮৩নং মুকুন্দি গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা পাওয়া যায়, ২,৮৯৪জন। দুপুর ১ টা পর্যন্ত সর্বশেষ আপডেট হিসেবে প্রিজাইডিং অফিসার জানান, এখণ পর্যন্ত পুরুষ-২৫৬ ও মহিলা-৭৮জন ভোট পরেছে। এইভাবেই শেষ হলো আড়াইহাজার উপজেলা নির্বাচন।    এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর