বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২৭ ১৪৩১

মদনপুর বাসস্ট্যান্ডে শৃঙ্খলা  ফেরাতে প্রশাসনের অভিযান

বন্দর প্রতিনিধি

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪  



ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড ব্যস্ততম সড়কে গাড়ি পার্কিং ব্যবস্থাপনাসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে বন্দর উপজেলা প্রশাসন।

 

 গতকাল মঙ্গলবার ১০ ডিসেম্বর বিকেলে অভিযানসহ বিশেষ কার্যক্রম পরিচালনা করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।  এ সময় মহাসড়কে যানজট এড়াতে বাস কাউন্টার গুলোকে পূর্ব প্রান্তে সরিয়ে নেওয়াসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

 

 

 এসময় বন্দর থানার ওসি তরিকুল ইসলাম, কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আলরাজি লিয়ন ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

এই বিভাগের আরো খবর