Logo
Logo
×

স্বাস্থ্য

মশা টার্গেট করে যাদেরকে কামড়ায় !

Icon

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৯, ০২:১৮ পিএম

মশা টার্গেট করে যাদেরকে কামড়ায় !

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : মশা সব মানুষকে সমানভাবে কামড়ায় না। মশার আগ্রহ থাকে বিশেষ শ্রেণির কিছু মানুষকে কামড়ানোর প্রতি। আসুন আজ আমরা জেনেে নেই মশা বেশি কামড়ায় যাদের-


গর্ভবতী নারী : গর্ভবতী নারীরা অন্য নারীদের চেয়ে গড়ে ২১ শতাংশ বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করেন। বিশেষ করে গর্ভাবস্থার তিন মাসের সময় নারীরা বেশি কার্বন ডাই-অক্সাইড বাতাসে ছাড়েন। এই ঘটনা মশাকে বেশি আকৃষ্ট করে তাদের কামড়াতে।

 

বেশি ঘাম : সাধারণত তাপমাত্রা বেশি থাকলে দেহ থেকে ঘাম বের হয়। মানুষের দেহের ঘামের সঙ্গে বের হওয়া ‘ল্যাকটিক এসিডে’র গন্ধ মশার বেশ প্রিয়। তাই মশার কামড় প্রতিরোধে শরীর ঘামতে দেবেন না। সম্ভব হলে দিনে দুবার গোসল করুন।


 
‘ও’ গ্রুপের রক্ত : মশাকে আকর্ষণের ক্ষেত্রে রক্তের গ্রুপ ভূমিকা রাখে। ‘ও’ পজিটিভ এবং ‘ও’ নেগেটিভ গ্রুপের রক্তে বিশেষ ধরনের গন্ধ থাকে, যা মশাকে বেশ আকৃষ্ট করে। তাই এই গ্রুপের মানুষের বিশেষ সতর্ক থাকা উচিত।

 

পোশাকের রং : গাঢ় কোনো রং যেমন-লাল, নীল জাতীয় পোশাক মশাদের বেশ পছন্দ। তাই যে সময় মশার উপদ্রব বেশি, সেই সময় হালকা রঙের সাদা বা খাকি পোশাক পরাই শ্রেয়।

 

জিনগত : কোনো কোনো মানুষের দেহ স্বাভাবিকভাবেই মশা প্রতিরোধক থাকে। সেটা জিনগত কারণেই হয়। এ জন্য মশা কাউকে বেশি কামড়ায় আর কাউকে কম কামড়ায়। যাদের বেশি কামড়ায়, তাদের সতর্ক থাকা উচিত বেশি।

 

উপরের বৈশিষ্ট্যগুলোর সাথে নিশ্চয়ই আপনার কোনো-না কোনো বৈশিষ্ট্য মিলে যায়, তাইনা ! তাহলে কী আর করার। আজ থেকে না হয় একটু সর্তকই থাকুন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন