বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রতীক ঘোষাল পল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩  



২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আওতাধীন ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল পল।

 

 

এক বিবৃতিতে ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল পল বলেন, ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে (কালো রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহনের ডাক দেন।

 

 

১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উপযাপন করা হয়। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছে।

 

 

তাই আমি ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও মুক্তিযুদ্ধের সকল শ্রহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এন.হুসেইন/জেসি
 

এই বিভাগের আরো খবর