মহিলাসহ রিসোর্টে অবরুদ্ধ মামুনুল হক (ভিডিও)
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ০৭:২১ পিএম
বর্তমান সময়ের আলোচিত ব্যাক্তি বাংলাদেশ হেফাজতে ইসলাম এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হককে সোনারগাঁয়ের একটি রিসোর্টের ভেতর একজন নারীসহ অবরুদ্ধ করে পুলিশকে খবর দিয়েছে স্থানীয়রা। মামুনুল হক তার সাথের মহিলাকে তার নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবী করেন।
শনিবার (০৩ এপ্রিল) বিকেলে সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে তাকে অবরুদ্ধ করা হয়। এই রিপোর্ট লেখাকালে সেখানে পুলিশ পৌছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
এর বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করলে বিষয়টি মুহুর্তে ভাইরাল হয়ে পড়ে এবং খবর পেয়ে সন্ধ্যার দিকে মামুনুল হকের সমর্থকরা সেখানে গিয়ে রিসোর্টে ভাঙচুর চালায়।