মাংস ও সবজিতে কিছুটা স্বস্তি, দাম কমছে না চালের
মেহেরীন জারা
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম
আরো পড়ুন
সরকার পতনের পরপরই বেশ কিছু পন্যের সাথে চালের দামও বেড়েছিল। ১ মাসের বেশি সময় পার হলেও এখনো এর ঊর্ধ্বগতি কমছে না । যার কারণে বাজারে গিয়ে চাল কিনতে হিমশিমে পরছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষ। গত দের মাসের মধ্যে মোটা চাল এর দাম ৬ টাকার মতো বেড়েছে। তবে সবজির দামে নতুন করে কোনো পরিবর্র্র্তন দেখা যায়নি।
বাজারে আগের দামে মোটা চালের কেজি বিক্রি হচ্ছে ৫৬ টাকা করে, যা গত দের মাস আগে ছিল ৫০-৫২ টাকা কেজিতে। মানভেদে সরু চালের কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে যা মাসখানিক আগে ছিল ৬৫-৭৫ টাকার মধ্যে। বর্তমানে আলুর কেজি ৬০ টাকা এছাড়া দেশি পেয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। বাজারে প্রতি কেজি কাচামরিচের দাম ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে বেশিরভাগ সবজি ক্রেতাদের নাগালে। বাজার ঘুরে দেখা যায়, পটলের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ যা আগে ছিল ৭০-৮০ টাকা কেজি, টাকায় ঢেরস কেজিপ্রতি ৩০-৪০ টাকা কেজি। ১০০ টাকা কেজি বেগুন এখন বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়,করলার কেজি এখন ৬০-৭০ টাকা। ডিমের দামে নেই কোনো পরিবর্র্তন।
গত সপ্তাহের মতো ডিমের হালি বিক্রি হচ্ছে ৫৩ টাকা করে। মুরগির বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৬০-১৭০টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকা দরে। অন্যদিকে কিছুটা দাম কমেছে গরুর মাংসে সপ্তাহখানিক আগে গরুর মাংস কেজি ছিল ৭৮০-৮০০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৭৫০-৭৮০ টাকায়। এন. হুসেইন রনী /জেসি