মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১

মাদক-সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যু নির্মূল করা আমার লক্ষ্য

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪  


নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারকে গণসংবর্ধনা দিয়েছেন পিরোজপুর ইউনিয়নবাসী। গতকাল সোমবার সকালে উপজেলার ঝাউচর এলাকায় মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

 

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সার্বিক ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ মোল্লা।

 

 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারকে বলেন, বিগত ১০ বছরে পিছিয়ে পড়া সোনারগাঁকে আগামী ৫ বছরের মধ্যে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। এখন আমার দায়িত্ব আপনাদের সুখে শান্তিতে রাখা, অবকাঠামোগত উন্নয়ন করা।

 

 

তাছাড়া আমার মূল লক্ষ হল সোনারগাঁ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যু নির্মূল করা। গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ডাঃ আতিকুল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।

 

 

 আরিফ আহামেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, পিরোজপুর ইউনিয়ন পরিষদ সদস্য খোরশেদ ফরাজী, ইউপি সদস্য মোশারফ হোসেন, ইউপি সদস্য সেলিম রেজা, আওয়ামীলীগ নেতা হাজী আলাউদ্দিন, আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান মাফুজ।

 

 

বাবুল সরদার, আব্দুল আজিজ সরকার, জাহাঙ্গীর দেওয়ান, দেলোয়ার হোসেন, এম এ সালাম ভূইয়া ও তাইজউদ্দিন মুন্সী প্রমূখ।

 

 

গণসংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারকে স্বর্ণের তৈরি নৌকার ব্যাজ পড়িয়ে দেন।

এই বিভাগের আরো খবর