রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

মানিক হত্যার বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৩  


আমার বাবা কাজ থেকে এসে আদর দিতো এখন আমারে কে আদর করবে আপনারা আমার বাবাকে ফিরিয়ে দেন, না হয় আমার বাবা হত্যাকারীদের বিচার করেন। আমরা দুই ভাই এখন এতিম হয়ে গেলাম, আমরা এখন কি করবো বলে কেঁদে দিলেন নিহত মানিকের ৫ বছরের ছোট ছেলে।

 

 

ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী পিচ্চি মানিককে গত ২৪ জুলাই রাতে ফোন করে চাঁদমারি মাউরাপট্টি এলাকায় ডেকে নিয়ে শরীফ ও তার সহযোগীরা মিলে তাকে একটি অটোরিকশার গ্যারেজে নিয়ে হাত পা বেঁধে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।  বৃহস্পতিবার (৩ আগষ্ট ) সকালে শহরে মানিক হত্যা বিচার চেয়ে পরিবার ও এলাকাবাসী পক্ষে থেকে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ কোটে গিয়ে শেষ করেন। 

 

 

নিহত মানিকের স্ত্রী ডালিয়া বেগম বলেন, মানিককে অন্য এলাকা থেকে বন্ধুরা আসছে বলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে দাউদ, শরীফ,আরিফ,নাঈম,শান্ত, সাব্বির, মতি, মুন্না, রাকিব, নাঈম সহ আরো অনেকে আমি তাদের সকলে বিচার চাই যারা আমার স্বামীকে হত্যা করেছে। তার সাথে কারো শত্রুতা ছিলো না। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।

 

 

তাদের আইনের আওতায় এন সঠিক বিচার এর দাবী জানাচ্ছি। আমার ছোট দুইটা ছেলে আছে এখন তারা কি করবে তাদের জীবনটা নষ্ট হয়ে যাতে বাবার অভাবে তারা কেন তাকে হত্যা করলো তার বিচার চাই। এসময় উপস্থিত ছিলেন, নিহত মানিক এর পরিবার, বন্ধু মহলসহ গাবতলী আলামিনবাগ ও ইসদাইরবাসী।  এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর