শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

মামুনুল হককে মুক্ত করে দিলে আর কোন নেতা লাগবেনা : ফেরদাউসুর

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩  

 

মহানগর হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে বাংলাদেশের মুজাহিদেরা প্রস্তুত। আপনারা সিদ্ধান্ত নিন আমরা কার নেতৃত্বে যাবো। গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজের পর শহরের ডিআইটি মসজিদের সামনে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।

 

পরে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় ফিলিস্তিনিদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। তিনি বলেন, নারায়ণগঞ্জে আব্দুল আউয়াল সাহেবের নেতৃত্বে ফিলিস্তিন যাওয়ার জন্য লক্ষ মুজাহিদ প্রস্তুত। যারা ক্ষমতায় বসে আছে। এদের কী জনগণ বসিয়েছে। এরা দিনের ভোট রাতে চুরি করে। তলে তলে অনেক কিছু করে। হেফাজতের কোন ফান্ড নেই। এত এত লোক এসেছে এখানে এক টাকাও খরচ হয়নি।

 

তিনি আরো বলেন, আপনার মুজাহিদ আছে। প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রীকে বলতে চাই আমরা ফিলিস্তিনে যেতে চাই। ক্ষমতায় থাকতে চাইলে জনগণের এই দাবী বুঝতে চেষ্টা করুন। আসল নেতাকে কারারুদ্ধ করে রেখেছেন। মামুনুল হককে মুক্ত করে দিন আর কোন নেতা লাগবে না। মামুনুল হকের নেতৃত্বে আমরা সশস্ত্র যুদ্ধ করতে চাই। ফেরদাউস বলেন, আমরা কারও রক্তচক্ষু কারও ধমককে ভয় পাইনা। এতদিন শুনেছি খেলার কথা এখন শুনি ফাটাফাটির কথা। কাদের বিরুদ্ধে খেলবেন পরিষ্কার না। আমরা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই ফাটাফাটি করতে চাই। এস.এ/জেসি