শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

মাসদাইরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩  



সদর উপজেলার ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের অন্তর্গত ৭১ নং উত্তর মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি (বুধবার) সকাল থেকেই ক্রীড়া , সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ  ও কাবিং প্রতিযোগিতার মধ্যো দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

 

 

এ প্রতিযোগিতায় কাশিপুর ক্লাস্টের  ২৪  টি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এ প্রতিযোগিতায় ৫৪ টি ক্যাটাগরিতে ১৬২ জন জনকে পুরষ্কৃত করা হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাম্মৎ জাহানারা খানম(উপজেলা শিক্ষা অফিসার,নারায়ণগঞ্জ সদর)।

 

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল হাসান (ইউপি সদস্য, ৯ নং ওয়ার্ড ,এনায়েতনগর ইউনিয়ন), চৌধুরি তৌফিক আহমেদ(সভাপতি,বিদ্যালয় পরিচালনা পরিষদ), মোঃ রফিকুল ইসলাম প্রধান, দাতা সদস্য, বিদ্যালয় পরিচালনা পরিষদ)। এ অনুষ্ঠানে ইউপি সদস্য কামরুল হাসান জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার সাবেক শিক্ষা অফিসার ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন উনার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।

 

 

এই অনুষ্ঠান সফল করতে যে সকল শিক্ষকরা অকøান্ত পরিশ্রম করেছেন তাদের ধন্যবাদ জানান এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা লায়লা আন্জুমান বানু জানান, এত সুন্দর একটি আযোজন সফল ভাবে সমপন্ন করতে পেরে তিনি আনন্দিত। সেই সাথে তিনি এই প্রতিষ্ঠানের প্রধান সীমাবদ্ধতা শিক্ষক সংকটের বিষয়টি সামনে আনেন। শিক্ষক সংকট ছাড়াও বিদ্যালয়ের সিমানা প্রাচীরটি মেরামতে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।  এন. হুসেইন/ জেসি

এই বিভাগের আরো খবর