শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

মাসুম আহম্মেদ স্মৃতি সংসদের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩  



প্রয়াত আওয়ামীলীগ নেতা মাসুম আহম্মেদ স্মৃতি সংসদের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দু:স্থ্য ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৩টায় নাসিক ১৪নং ওয়ার্ড গোয়ালপাড়া এলাকায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে দু:স্থ্য ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

 

মাসুম আহম্মেদ স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা ইব্রাহীম আহম্মেদ এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড.হান্নান আহমেদ দুলাল।

 

 

এবং মাসুম আহম্মেদ স্মৃতি সংসদের সভাপতি ও আওয়ামীলীগ নেতা বসির আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী বাদল, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ, গোয়াল পাড়া সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি ইসমাঈর হোসেন নয়ন, যুবলীগ নেতা মৃদুল আহম্মেদ, ছাত্রলীগ নেতা আজমেরী আহম্মেদ। আরও উপস্থিত ছিলেন, রিজভী আহম্মেদ, রাফি আহম্মেদ, সাগর, রিয়েন, সিজান, গোপাল সহ প্রমুখ। এন.হুসেইন/জেসি