রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মাহাথির ও তার পুত্র নিজ দল থেকে বহিস্কার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ মে ২০২০  

সাবেক তিনবারের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে নিজের হাতে গড়া রাজনৈতিক দল থেকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার তার প্রতিষ্ঠিত দল ইউনাইটেড ইনডিজেনাস পার্টি অব মালয়েশিয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, দলের প্রেসিডেন্ট মুহিদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন না দেওয়ায় চেয়ারম্যান মাহাথিরকে বহিষ্কার করা হয়েছে।


টুইটারে দেওয়া এক বিবৃতিতে  ইউনাইটেড ইনডিজেনাস পার্টি অব মালয়েশিয়া বলেছে, দলীয় গঠণতন্ত্র লংঘন করে ১৮ মে পার্লামেন্টের অধিবেশনে প্রধানমন্ত্রী ও বেরাসাতুর প্রেসিডেন্ট মুহিদ্দনের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দেওয়ার পরিবর্তে বিরোধী দলের সঙ্গে বসতে চাপ দেওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির ও তার ছেলে মুখরিজকে দল থেকে বহিষ্কার করা হলো।


গত ফেব্রুয়ারিতে সরকার প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর আগে পর্যন্ত তিনিই ছিলেন বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের ক্ষমতা ভাগাভাগির লড়াইয়ের পর জোট ভেঙে গেলে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন মাহাথির।

 

এই বিভাগের আরো খবর