সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

মুসলিমনগরে ঝুকিপূর্ণ কালভার্ট, বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা

সায়মুন ইসলাম

প্রকাশিত: ১৮ জুন ২০২২  


এনায়েতনগর ইউনিয়নের আওতাধীন মুসলিমনগর মোল্লা গার্মেন্টস সংলগ্ন পঞ্চবটি-বক্তাবলী সড়কের কালভার্টটি ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এর অবস্থা এতটাই নাজুক, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা গেছে এই কালভার্ট টির অবস্থা এতটাই খারাপ যে, রেলিং থেকে সিমেন্ট খসে পড়ছে।

 

রড বের হয়ে থাকতে দেখা গেছে। কালভার্ট এর দুপাশের রেলিং এ ফাটল ধরতে দেখা গেছে। এ রোড দিয়ে প্রতিদিন ঝুকি নিয়ে ছোট-মাঝারি ও বড় কাভার্ড ভ্যান, ট্রাক চলাচল করে।  পরিপ্রেক্ষিতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। এ কালভার্ট দিয়ে পঞ্চবটি থেকে বক্তাবলী কয়েকশ অটোরিক্সা ও ইজিবাইক চলাচল করে।

 

এছাড়াও বক্তাবলী ইটভাটার ইট পরিবহনের জন্য ভাড়ি ট্রাক এই কালভার্ট দিয়ে চলাচল করে। এই সড়কে বেশ কয়েকটি রপ্তানীমুখী পোশাক কারখানা রয়েছে। এইসব পোশাক কারখানার কভার্ড ভ্যান ও চলাচল করে এই কালভার্ট দিয়ে। এত গুরুত্বপূর্ণ একটি কালভার্ট হওয়া সত্বেও দীর্ঘদিন অবহেলা ও অযত্নে ঝুকিপূর্ণ অবস্থায় পড়ে আছে কালভার্টটি।

 

এই কালভার্ট দিয়ে প্রায় প্রতিদিন চলাচল করা এক ট্রাক চালক জানান, এটা অনেক পূরাতন একটি কালভার্ট। এই ঝুকিপূর্ণ কালভার্ট দিয়ে এত ভারী গাড়ি নিয়ে চলাচল করতে তাদের ভীষন ভয় হয়। উৎকন্ঠায় থাকেন তারা।

যে কোনা সময় দূর্ঘটনার সম্মুখীন হওয়ার প্রবল আশংকায় থাকেন তারা। এলাকাবাসীরা জানান,এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কালভার্ট হওয়া সত্ত্বেও এই ঝুকিপূর্ণ এই কালভার্ট এর দিকে যথাযথ কর্তৃপক্ষের নজর না থাকার কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

 

এই ব্যাপারে এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ করেন নি। এই ব্যাপারে এনায়েতনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার সামসুল খান বলেন, এ কালভার্টটির কাজ খুব শিঘ্রই শুরু হবে।এমই/জেসি
 

এই বিভাগের আরো খবর