মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১

মেয়ের বাড়িতে এসে লাশ হয়ে ফিরলেন মা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪  

 

মেয়ের বাড়িতে বেড়াতে এসে সিমেন্টবাহী কার্গো ট্রাক চাপায় প্রাণ হারালেন নাসিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসিমা খাতুন পঞ্চগড় জেলার ভোদা থানার রহমতপুর এলাকার সমারু ইসলামের স্ত্রী।

 

এ ঘটনায় আল-আমিন নাহিদ এন্টারপ্রাইজ (ঢাকা-মেট্রো-ট ১৩-১৩৬৫) কার্গোটি জব্দ ও চালক সুমনকে আটক করেছেন পুলিশ। আটক গাড়ি চালক সুমন (২৬) নোয়াখালী জেলার চর জব্বার থানার চরবৈশাখী এলাকার আবুল কাসেমের ছেলে। নিহতের স্বামী সমারু ইসলাম বলেন, আমি স্ত্রীকে নিয়ে গত ৮ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজার এলাকার আব্দুল হক প্রধানের বাড়ির ভাড়াটিয়া আমার মেয়ে সুমির বাসায় বেড়াইতে এসেছিলাম। মেয়ের বাসা থেকে বুধবার সকালে বের হই ঢাকায় বিমান বন্দর এলাকায় আমার এক ছোট ভাইয়ের বাসায় যেতে। সকাল ১০ টার দিকে সাইনবোর্ড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় পিছন থেকে সিমেন্টবাহী কার্গোটি আমার স্ত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বিকেল ৫ টায় লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়। এস.এ/জেসি
 

এই বিভাগের আরো খবর