সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ গলাচিপা এলাকাবাসী

হাসিবা নিঝুম

প্রকাশিত: ২৩ জুলাই ২০২২  

ময়লা ফেলার নির্ধারিত জায়গা ও পর্যাপ্ত ডাস্টবিনের অভাবে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের গলাচিপা মোড় এলাকায় ময়লা আর্বজনার স্তুপ তৈরি হয়েছে। নিয়মিত পরিষ্কার না করায় এসব স্তুপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। পচা ময়লা আর্বজনার দুর্গন্ধ বাতাসের সাথে মিশে দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ। এখান দিয়ে চলাচলকারী পথচারীদের দেখা যায় নাকে রুমাল দিয়ে হাটতে। 

 

কেউ কেউ হাত দিয়ে নাক মুখ চেপে ধরে চলাচল করছে। ফলে স্থানীয় এলাকাবাসী, পথচারী, শিক্ষার্থী, চাকরীজীবী ও ব্যাবসায়ীসহ অবর্ণনীয় ভোগান্তিতে পড়ছে হাজার হাজার মানুষ। এই এলাকায় কাছাকাছি সিটি কর্পোরেশনের কোন ডাম্পিং বক্স না থাকায় অনেকটা বাধ্য হয়েই গলাচিপা মসজিদ সংলগ্ন রেলক্রসিংয়ের কাছের এই জায়গাটিকে এলাকাবাসী বেছে নিতে বাধ্য হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। সরেজমিনে দেখা যায়, স্থানীয় এলাকাবাসী তাদের বাসাবাড়ির প্রতিদিনের সৃষ্টি হওয়া ময়লা এনে ফেলছে এখানে। তার কারনে পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে ।

 

এই বিষয় জানতে চাইলে নাসিকের স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি বলেন, এলাকাবাসী যদি এখানে আর ময়লা না ফেলে, তাহলে এই জায়গাটি আমরা পরিষ্কার করবো। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন যদি সারা শহরের ময়লা পরিষ্কার করতে পারে তাহলে এখানকার ময়লা পরিষ্কার করতে পারবে না কেন! তিনি জানান, যে জায়গায় ময়লার স্তুপ করা হয়েছে সেই জায়গাটি রেলওয়ের। তাই রেলওয়ে কর্তৃপক্ষ যদি এই জায়গাটি পরিষ্কার না করে তাহলে আমরা কি করতে পারি?

 
গলাচিপা মসজিদের মোতওয়ালী গোলাম রসূল বলেন, এখানকার পুরো এলাকায় যত বাসা বাড়ি আছে তার ময়লা আবর্জনা এখানে এনে ফেলা হয়। মাঝে মাঝে দেখা যায় অন্যান্য এলাকা থেকেও গাড়ি দিয়ে ময়লা এনে এখানে ফেলতে। তিনি আরও বলেন এই রাস্তা দিয়ে চলাচল করা অবস্থায় মানুষকে অনেক ভোগান্তিতে পড়তে হয়। তাছাড়া ঈদের নামাজ পড়ার সময়ও এখানে ময়লা আবর্জনা থাকে এবং এই দুর্গন্ধ নিয়েই নামাজ পড়তে হয়। এক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি।এসএম/জেসি 
 

এই বিভাগের আরো খবর