শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টা আরও ১৫০৯ জনের মৃত্যু

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২০  

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫০৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টায় জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়।
এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৬২২জনে দাঁড়ালো। এ সংখ্যা অন্য যেকোন দেশের চেয়ে সবচেয়ে বেশি। সেইসঙ্গে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে।
কর্মকর্তারা বলেন, সবচেয়ে খারাপ সময় পার করছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে এই মহামারী সর্বোচ্চ সীমায় পৌঁছাতে পারে।
বিশ্বের তৃতীয় বৃহৎ জনসংখ্যার দেশ যুক্তরাষ্ট্রে যে কোনো দেশের তুলনায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি।
এই ভাইরাসে নিউইয়র্কে ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনসংখ্যাবহুল শহর নিউইয়র্কে ৮৪ লাখ মানুষের বাস।

এই বিভাগের আরো খবর