শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ৭০ হাজার ছাড়াল করোনায় মৃত্যু

প্রকাশিত: ৬ মে ২০২০  

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

যুগের চিন্তা ডেস্ক: প্রাণঘাতী করোনার সংক্রমন পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে যুক্তরাষ্ট্রে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টার থেকে দেওয়া হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে।


যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা এখন ১১ লাখ ৯২ হাজার ১১৯ জন। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্পেনে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার। আর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে; ৩০ হাজারের কিছু বেশি।


কিন্তু যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর ১ লাখ ৮৭ হাজারের বেশি চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন। দেশটিতে সুস্থ হওয়ার হার ১৫ শতাংশের কিছু বেশি আর মৃত্যুর হার প্রায় ৬ শতাংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রতি একশ জনের ৬ জন মারা গেছে; যা বিশ্বে করোনায় গড় মৃত্যুর হারের চেয়ে বেশি।


এদিকে, ওয়াল্ডমিটারের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ৩৭ লাখ ১০ হাজার ৩৮০জন। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৯২০ জন। সুস্থ্য হয়েছে ১২ লাখ ৩৫ হাজার ৪৭৭জন। 
 

এই বিভাগের আরো খবর