মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

যুগের চিন্তা ‘বরং কণ্ঠ ছাড়ো জোরে’।আমন্ত্রিত দল ‘নিষিদ্ধ’ (ভিডিও)

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৬ মার্চ ২০২১  

 

যুগের চিন্তার আয়োজনে সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান ‘বরং কণ্ঠ ছাড়ো জোরে’। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ এর সঞ্চালনায় এ সপ্তাহের অতিথি হিসেবে আছেন আমন্ত্রিত দল ‘নিষিদ্ধ’। গিটার ও ভোকালে শহীদুল শিশির, বেজিস্ট জাকারিয়া হোসাইন অনিমেষ, ড্রামার সুমিত দাস ও গিটারে সৌম্য শুভ্র।

 

এই বিভাগের আরো খবর