র্যাবের অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার ১
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০৭:৪২ পিএম
কিশোরগঞ্জ সদর থানার যশোধল গোয়ালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ কাজল (৫৯)কে গ্রেফতার করে র্যাব-১১ একটি অভিযানিক দল। এসময় আসামীর হেফাজত থেকে ১ হাজার ৪ শত ৬০ পিস ইয়াবা এবং ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (১৩ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ১১ অক্টোবর রাত ১১ টা ২০ মিনিটে কিশোরগঞ্জ সদর থানার যশোধল গোয়ালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ কাজল (৫৯)কে গ্রেফতার করা হয়। এসময় আসামীর হেফাজত থেকে ১ হাজার ৪ শত ৬০ পিস ইয়াবা এবং ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামী কিশোরগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা এবং গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামীদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।