রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

রমজানেও তীব্র গ্যাস সংকট, চরম ভোগান্তিতে নগরবাসী

নুরুন নাহার নিরু

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

 

# সেহরি ও ইফতার নিয়ে বিপাকে মানুষ

 

 

রমজান মাসের প্রথম দিন থেকেই নগরীর অনেক এলাকাতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। দিনের বাকি সময় গ্যাস থাকলেও বিশেষ করে ইফতার তৈরির আগমুহূর্তে থাকছে না গ্যাস। ফলে ইফতার তৈরিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরীর অনেক এলাকার বাসিন্দাদের। গত বছর রমজানেও এমন চিত্র ফুটে ওঠেছিলো। প্রতিবছর রমজানে গ্যাসের তীব্র সংকটের কারণে বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে বাহির থেকে ইফতার কিনে আনতে হচ্ছে তাদের।  

 

ভুক্তভোগীরা বলছেন, রমজান মাসেও গ্যাস থাকছে না। মাঝে মাঝে গ্যাসের দেখা মিললেও সামান্য তাপ থাকার কারনে রান্না করা সম্ভব হচ্ছে না। এতে করে আমরা উপায় না পেয়ে বেশি টাকা দিয়ে ইফতার কিনে খাচ্ছি, সরকার যদি ঠিকভাবে গ্যাস সরবরাহ করতো তাহলে বাড়িতেই রান্না করা যেতো। তার মাঝে দেশের এমন একটা অবস্থা সব কিছুর দামই প্রায় আকাশ পাতাল সমান। বাজারে যাই বাজার করার আশায় কিন্তু শাকসবজি, মাছ-মাংসের দাম শুনে মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না।

 

নগরীর নিতাইগঞ্জ, পাইকপাড়া, জল্লাড়পাড়, টানবাজার, দেওভোগ, নন্দীপাড়া, তামাকপট্টি, শহিদনগর, আলআমিনগর, বাপ্পিচত্ত্বর প্রভৃতি এলাকায় রমজানের প্রথম দিন থেকেই দেখা যায় গ্যাসের তীব্র সংকট। যার কারনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকা বাসীদের।

 

নলুয়াপাড়া এলাকার নাছিরুন বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, সারাবছর তো গ্যাসের সমস্যা থাকেই কখনো থাকে আবার কখনো থাকে না। তার মধ্যে মানুষ যে রোজা রেখে শান্তিতে একটু ইফতার বা সেহেরী করবো তার ও কোনো উপায় নাই। ১ম রোজা থেকেই ইফতারের আগে গ্যাস চলে যায়। গ্যাস সমস্যা থাকার কারণে রান্না করতে পারছি না।

 

এ ব্যাপারে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ যুগের চিন্তাকে বলেন, ইফতার বানানোর সময় তো সব জায়গাতে গ্যাস দিতে হয় বেশি এই কারণে সবখানে সম্পূর্ণ গ্যাসটা পায় না। গ্যাস সব কাজেই লাগে ইফতার বানাতে, কারেন্টের জন্য ইত্যাদি কিন্তু গ্যাস তো লিমিটেড তাই সমস্যা হচ্ছে। তবে কিছু দিন পরই ঠিক হয়ে যাবে। যেদিন গ্যাস সমস্যা থাকবে সেই দিন একটু কষ্ট করতে হবে।

এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর