রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

রাতে সড়ক বাস মালিকদের দখলে

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩  

 

# যানজটের ভোগান্তিতে নগরবাসী
# সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক

 

 

যানজট নগরীর নিত্যদিনের সঙ্গী। প্রতিদিনই সড়কে যানজটের কারনে পরিবহনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় যাত্রীদের। নগরীর ব্যস্ততম সড়কের মধ্যে ১নং রেলগেট থেকে সিরাজউদৌলা সড়ক অন্যতম। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজ হওয়ার কারনে সড়কটি বেশ জনবহুল।

 

সারাদিন বিভিন্ন পরিবহনের কারনে যানজট থাকলে রাত হলেই সড়কটি দখল করে বাস মালিকরা। রাত ৯টার পর থেকে ১নং রেলগেট থেকে পুরো সিরাজউদৌলা এর ৪ লেনের সড়কে ২ লেনে সাড়ি করে অবৈধভাবে দাড়িয়ে থাকে বন্ধন বাসগুলো। যে কারনে অন্যপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বিশেষ করে ২মিনিটের রাস্তা পার করতে সময় লাগে ২০ মিনিটেরও বেশি।    

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্ধন বাসগুলো সাড়ি ভাবে সড়কের এক পাশের রাস্তা মধ্যে বাসচালকরা দাড় করিয়ে রেখেছে। যে কারনে সড়কে অন্য পাশ দিয়ে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক এবং অন্যান্য যান গুলো চলাচল করতে পারছে না। র্দীঘ সময় ধরে যানজটের কবলে বসে থাকতে হচ্ছে যাত্রীদের।

 

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এক যাত্রী বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে আমি অফিস থেকে বাড়ি ফিরি। বাসগুলো রাত ৮টা না বাজতেই এখানে এনে দাড় করিয়ে রাখে যে কারনে অন্যপাশে দীর্ঘ একটা যানজট লেগে যায় এবং ১০-১৫ মিনিট আমাদের অপেক্ষা করতে হয় কখন যানজট ছুটবে। এছাড়া এখানে যানজট যেন সৃষ্টি না হয় একারনে যে ট্রাফিক পুলিশকে রাখা হয়েছে তাকেও প্রায় সময় দেখি আবার দেখিনা।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ স্কুলে পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, প্রতিদিন এই সড়কে যানজট লেগেই থাকে। রিকশা উঠলে যানজটের কারনে ১০-১৫ মিনিট রিকশাতেই বসে থাকতে হয়। যে কারনে স্কুল থেকে বের হয়ে হেটে ১নং রেলগেট গিয়ে তারপর বাড়ির জন্য রিকশা বা অন্যান্য বাহন নেই।

 

সচেতন নাগরিকদের সাথে কথা বলে জানা গেছে, প্রশাসনকে অনেকবার বলেছিলাম কিন্তু তারা এখনো কিছু করে নাই। তবে বাস মালিকরা বলছেন, তাদের গাড়ি রাখার যে জায়গাটা সেটা গাড়ির সংখ্যা অনুযায়ী ছোট। যে কারনে ড্রাইভাররা জায়গা না পেয়ে রাস্তায় গাড়িগুলো রেখে দেয়। আমরা চেষ্টা করছি সমস্যা যেন না সৃষ্টি হয়। সীমানা অনুযায়ী যথেষ্ঠ চেষ্টা করছি গাড়িগুলোকে চাপিয়ে রাখার জন্য। আমি কালকে এ ব্যাপারে মালিক ও ড্রাইভারদের সাথে কথা বলবো।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক যুগের চিন্তাকে বলেন, আমি এ বিষয়টি দেখব। এস.এ/জেসি
 

এই বিভাগের আরো খবর