শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

রূপগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪  



রূপগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আলম সিকদার (৩৪) কে সোমবার (২১ অক্টোবর) রাতে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। সে রূপগঞ্জ উপজেলার পাঁচাইখা গ্রামের মোস্তফা সিকদারের ছেলে। এ সময় একই এলাকার রফিকুল ইসলামের ছেলে জিতু মিয়া (২৮) কে গ্রেপ্তার করা হয়। জিতু ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে।

 

 

 



জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি দখল থেকে শুরু করে নানান অপরাধে লিপ্ত ছিল ফয়সাল আলম সিকদার। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনা সরকারের শেষ সময়ে এসে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ তাকে রূপগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়।

 

 

 

 

৫ আগস্টের পর থেকে ফয়সাল আলম সিকদার ও জিতু মিয়া পলাতক ছিল। সোমবার রাতে উপজেলার পাঁচাইখা এলাকা থেকে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বিকেলে ফয়সাল ও জিতুকে রূপগঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে।

 

 

 



রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পলাতক ফয়সাল আলম সিকদার ও জিতু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  
 

এই বিভাগের আরো খবর