বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ৪ ১৪৩১

রূপগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪  

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি উদ্যোগে রূপগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ভুলতা এলাকায় এ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়।
রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াসউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন- বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল রিপন। বক্তব্য দেন- রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, বিএনপি নেতা আব্বাস উদ্দিন ভূঁইয়া,আব্দুল জলিলসহ আরও অনেকে।

এই বিভাগের আরো খবর