রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

রেললাইন ঘিরে আতঙ্ক

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২  

 

# এসব এখন দেখার সময় নেই : ওসি ফতুল্লা
# আমরা এবিষয়ে তৎপর, দিনেও টহল দিচ্ছি : এসআই রেলওয়ে পুলিশ

 

পদ্মা সেতু রেল সংযোগ ও ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ উন্নয়ন প্রকল্পের জন্য ৪ ডিসেম্বর (সোমবার) থেকে অনির্দিষ্টকালের জন্য রেল যোগাযোগ স্থগিত করেছে রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ বলছে সাড়ে তিন মাসের মতো সময় লাগতে পারে কাজ শেষ করতে তবে এ সময় কয়েক দফা বাড়তে পারে।

 

 

এত দীর্ঘ সময় রেল বন্ধে রেললাইন ঘিরে আতঙ্ক বিরাজ করছে। নারায়ণগঞ্জ থেকে কমলাপুর রেলপথের দুরত্ব ২১ কিলোমিটার। এই ২১ কিলোমিটার পথের দুপাশ যেনো অপরাধীদের আখড়া। সন্ধ্যা নামার সাথে সাথে অপরাধের মাত্রা বাড়তে থাকে।

 

 

কি হয়না এই রেললাইন ঘিরে? মাদক সেবন থেকে শুরু করে মাদক বিক্রি। চুরি ছিনতাই এমনকি মাঝে মাঝে ধর্ষণের ঘটনাও ঘটে। কিশোর গ্যাংদের প্রধান আড্ডাস্থলও এই রেললাইন কেন্দ্রিক। তারা তাদের অপরাধের পরিকল্পনা করে মূলত এই রেলপথে বসেই।

 

 

সাম্প্রতিক সময়ে বড় ভাই ছোট ভাই দ্বন্দ্ব ও মাদককেন্দ্রিক যে খুনের ঘটনা ঘটেছে। তা ও মূলত রেললাইনকে ঘিরেই। প্রতিদিন ৮ জোড়া ট্রেন চলা সত্ত্বেও রেললাইন ঘিরে এত অপরাধ সংঘটিত হয়েছে। তবে দীর্ঘদিন রেল বন্ধ থাকায় অপরাধের মাত্রা আরোও কয়েকগুন বৃদ্ধি পাবে বলে আশংকা করছেন স্থানীয় মানুষজন। তাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

 

 

সরেজমিনে  গিয়ে দেখা যায় চাষাঢ়া রেলষ্টেশনের পর থেকে ইসদাইর হয়ে ফতুল্লা রেলষ্টেশনের আগ পর্যন্ত এবং ফতুল্লা থেকে পাগলা হয়ে গেন্ডারিয়া পর্যন্ত যায়গাটা একেবারে নিরব ও অন্ধকারছন্ন। রেললাইনের উপর বসেই অনেককে মাদক সেবন করতে দেখা গেছে প্রকাশ্যে।

 

 

বেশ কিছু তরুণকে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন ধরনের আলোচনা করতে দেখা গেছে। তারা যে বিপদগামী তরুণ তথা কিশোর গ্যাংদের সদস্য তা সহজেই অনুমেয়। মোট কথা রেল বন্ধ থাকায় আতঙ্ক বিরাজ করছে রেললাইন সংলগ্ন এলাকায়।

 

 

রিমন নামের এক ইসদাইরের বাসিন্দা জানান, সন্ধ্যা হলেই রেললাইনে বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা বৃদ্ধি পায়। তারা মাদক সেবন করে। বিভিন্ন সময় মারামারিতে লিপ্ত হয়। তবে রেল বন্ধ থাকায় এ সমস্যাগুলো আরোও বাড়বে।

 

 

ইসদাইরের সাথি নামের আরেক বাসিন্দা জানান, আমি চাকরি শেষ করে একটু রাতে বাসায় ফিরি। রেললাইনের পাশ দিয়ে হাটার সময় বিভিন্ন কটূক্তির শিকার হতে হয়। এখানে নেই কেনো ল্যাম্পপোস্ট। নেই কোনো পুলিশ টহল। এতে করে নিজেকে নিরাপদ বোধ করিনা। তিনি সহ এলাকার প্রত্যেকেরই প্রানের দাবি রেলসংলগ্ন এলাকা নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হোক।

 

 

রেললাইন ঘিরে মাদকসেবীদের আড্ডা বন্ধে ও যেকোনো অপ্রীতিকর ঘটনা নির্মূলে পদক্ষেপ  সম্পর্কে ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপুর কাছে জানতে চাইলে তিনি বলেন এখন এসব দেখার সময় নেই। এখন জাতীয় ইস্যু নিয়ে ব্যস্ত আছি। এ সম্পর্কে সদর থানার ওসিকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।

 

 

রেল পুলিশ নারায়ণগঞ্জে দায়িত্বরত এস আই নুর মোহাম্মেদ এর সাথে কথা বলে তাদের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমরা বর্তমানে দিনেও টহল দিচ্ছি। এছাড়াও রাতে আমরা কয়েক দফা টহল দিচ্ছি। এ বিষয়ে আমরা অনেক বেশি তৎপর। তবে সাধারণ মানুষের এ নিয়ে আতঙ্ক ও উৎকন্ঠার যেনো কমতি নেই। নিরাপদ রেলসংলগ্ন এলাকা তাদের প্রানের দাবি হয়ে উঠেছে।
 

এই বিভাগের আরো খবর