শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

রৌশন আনোয়ার ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা ও ঈদবস্ত্র বিতরণ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩  



ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরেও বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মালিবাগস্থ ‘রৌশন আনোয়ার ফাউন্ডেশন’র উদ্যোগে মুছাপুর ও ধামগড় ইউনিয়নের প্রায় ১৮টি গ্রামের ৫০০ টি অস্বচ্ছল, নিম্নআয়ের ও অসহায় পরিবারকে ২৫ কেজি করে চাল ও ঈদবস্ত্র হিসেবে শাড়ি, লুঙ্গি ও সালোয়ার কামিজ বিতরণ করা হয়েছে।

 

 

(২০ এপ্রিল) বৃহস্পতিবার সকালে “রৌশন আনোয়ার ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব আনোয়ার আলী প্রধানের সভাপতিত্বে ও উক্ত ফাউন্ডেশনের পরিচালকমন্ডলীর সদস্য প্রফেসর শওকত আকবরের সার্বিক সমন্বয়ে মালিবাগ এলাকায় অবস্থিত তাদের বাসভবন থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

 

তাদের এই দানকে আল্লাহ যাতে কবুল করেন এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে ঈদ সামগ্রী বিতরণের পূর্বে সমবেত সকলকে নিয়ে বিশেষ দোয়া করেন তৎসংলগ্ন এলাকার ১০টি মসজিদের ইমাম ও ৩টি মাদ্রাসার মুহতামিমগণ। মাওলানা মোঃ ইব্রাহিম উক্ত দোয়া পরিচালনা করেন।

 

 

এসময় শফিক প্রধান, অহিদুল ইসলাম, তোফায়েল আহম্মেদ বাদল, মোমেন প্রধান, লিটন, রানা সহ অন্যান্য যুবকরা এ মহতি কার্যক্রমে সহায়তা করেন। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে অত্র রৌশন আনোয়ার প্যালেসে দুর্র্ধষ ডাকাতি করে বিপুল পরিমান নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতদল।

 

 

এতে অত্র পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে এবং অসহায় ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের ঈদ আনন্দের কথা ভেবে এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানান উক্ত ফাউন্ডেশনের পরিচালকমন্ডলীর অন্যতম সদস্য প্রফেসর শওকত আকবর। এন.হুসেইন/জেসি