শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

লকডাউন বাড়লো পাকিস্তানে

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০  

আন্তর্জাতিক ডেস্ক: করোন ভাইরাসের মোকাবেলায় লকডাউন ৯ মে পর্যন্ত বাড়ালো পাকিস্তান। পরিকল্পনামন্ত্রী আসাদ উমর এ তথ্য দিয়েছেন। সব প্রাদেশিক সরকারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন উমর। 


জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, পাকিস্তানে ১১ হাজার ৯৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু ২৫৩ জনের।


ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারে (এনসিওসি) এক সভায় কেন্দ্র ও প্রদেশের সরকারের সঙ্গে আলোচনা শেষে মিডিয়া ব্রিফিংয়ে উমর বলেছেন, ‘আজ আমরা করোনার বিধিনিষেধ কিংবা লকডাউন আরো ১৫ দিন ৯ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
 

এই বিভাগের আরো খবর