লিংকরোডে ছিনতাইকারীদের ধরতে কঠোর অবস্থানে পুলিশ
আরিফ হোসেন
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ এএম
বেশ কিছুদিন যাবৎ নারায়নগঞ্জ লিংক রোড এলাকায় বেড়েছে প্রকাশ্যে ছিনতাই। আর এই সকল ছিনতাইকারীরা রাত গভীর হলেই হোন্ডা নিয়ে বের হয় এক পাশে হোন্ডা রেখে সাথে একজন দাড়িয়ে থাকে অপর দুইজন ব্যক্তি চাপাতি নিয়ে রাস্তায় মাঝখানে দাড়িয়ে সিগনাল দেয় এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ফিল্মি স্টাইলে নিয়ে নেয় সবকিছু আর যে না দিতে চায় তাকেই করা হয় ছুরিকাঘাত। বেশ কয়েকদিন যাবৎ এই লিংক রোড এলাকাতেই কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এমনকি তাদের ছুরিকাঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে এই ছিনতাইয়ের ঘটনা প্রতিনিয়ত ঘটলেও প্রথমদিকে ফতুল্লা থানা পুলিশ কোন ধরনের ব্যবস্থা না নিলেও বেশ কয়েকদিনে বাপকভাবে তৎপর হয়ে কাজ করছে । জানা গেছে এর আগে এই লিংক রোডে প্রতি রাতেই টহল পুলিশ থাকা সত্বেও পুলিশ এই সকল ছিনতাকরীদের ধরতে না পারায় অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছে এই রাস্তা দিয়ে চলাচলকারীরা। সেই সাধারন মানুষের সেই ধারনা পাল্টে দিয়ে কঠোর অবস্থানে ফতুল্লা থানা পুলিশের অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম ও তদন্ত ওসি সুকান্ত সহ অফিসাররা কঠোর অবস্থান নিয়েছেন। বেশ কয়েকদিন যাবৎ লিংক রোড এলাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠে রাত হলেই সাধারন পথচারিদের ওপর চলতো হামলা ও ছুরিকাঘাত। এ বিষয়টি নিয়ে বেশ কিছু অভিযোগ ও বিভিন্ন মিডিয়া এ বিষয়টি নিয়ে লেখিলেখিও হয়ে থাকে।
বিষয়টি ফতুল্লা থানা পুলিশের নজরে আসার সাথে সাথে সেটি নিয়ে নিয়ে কাজ করতে থাকে এখন এ লিংক রোড এলাকাতে টহল বাড়ানো হয়েছে এমনকি প্রতি রাতেই ফতুল্লা থানা ওসি পর্যবেক্ষণ করে যাচ্ছেন যাতে করে সেখানে আর কোন ধরনের ছিনতাই, মাদক সহ অপরাধীরা নানান অপরাধ থেকে বিরত থাকতে পারে সেই লক্ষেই কাজ করছে ফতুল্লা থানা পুলিশ। প্রাচ্যের ডান্ডিখ্যাত পরিচিত এই নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সারা বাংলাদেশর মধ্যে একটি ব্যবসায়ী জেলা হিসেবে পরিচিত। শিল্প কলকারখানা, গার্মেন্টস, ফ্যাক্টরী, তাঁতশিল্প নানান ঐতিহ্য আছে এই নারায়ণগঞ্জে শুধু তাই নয় এই নারায়ণগঞ্জ ধণী জেলা হিসেবে পরিচিত। এই ঐতিহ্য আস্তে আস্তে হারাতে চলেছে। এর কারণ হচ্ছে বেশ কয়েক বছর যাবৎ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহীনির অবনতি দেখা গেছে। প্রতিটি পাড়া মহল্লায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, গুম, খুনসহ নানান কারণে ঐতিহ্য হারাচ্ছে নারায়ণগঞ্জের ইতিহাসের। তবে সামপ্রতিক সময়ে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহীনির অবনতি আরও বেড়েছে এর কারণ হিসেবে অনেকেই মনে করছেন পুলিশ এখনো তৎপর হতে পারেনি,তাই অপরাধীরা অপরাধ করেওে অনেকটাই পার পেয়ে যাচ্ছে। গত ৫ ই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নিয়েছে। এরপর বেশ কিছুদিন বাংলাদেশ পুলিশ বাহীনি কর্মবিরতী পালন করতে থাকে কিন্ত সেটি বেশিদিন যায়নি ২-৪ দিনের মধ্যেই সকলে কর্মস্থলে ফিরে আসে কিন্ত অন্তর্বর্তী কালীন সরকারের ৪ মাস পার হতে আর কিছুদিন সময়ের বাকি এরই মধ্যে সেনাবাহীনিকে সাথে নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহীনি কিছুটা নিয়ন্ত্রনে আসলেও নারায়ণগঞ্জে এখনো পুলিশ বাহীনি তাদেরকে তেমনিভাবে মেলে ধরতে পারেনি। যার কারনে নারায়ণগঞ্জের প্রতিটি থানা এলাকার বিভিন্ন পাড়া মহল্লাতে বেড়েই চলছে মাদক,চুরি,ডাকাতি, ছিনতাই সহ নানান অপকর্ম। আর এই সকল অপকর্মের সবচেয়ে বেশিই হচ্ছে ফতুল্লাতে।
এর আগে এ বিষয়ে ফতুল্লা থানা অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, আমরা লিংক রোড এলাকায় চেক পোষ্ট বসাবো। ছিনতাই হচ্ছে অবশ্যই, আমরা সেই এলাকাটিতে টহল বাড়াবো। আমি আশা করি অতি শিঘ্রই এই ছিনতাকরীদের ধরতে সক্ষম হবো।
সর্বশেষ জানা গেছে যেই কথা সেই কাজ, ইতিমধ্যেই জনসাধারনের কথা চিন্তা করে আগের থেকে অনেকটাই বেড়েছে ফতুল্লা থানা পুলিশের তৎপরতা। প্রতি রাতেই থানা টহল পুলিশের সাথে সাথে বিশেষ অভিযানও চালানো হয়।