Logo
Logo
×

বিশেষ সংবাদ

লিটন সাহার সেকেন্ড ইন কমান্ড সুব্রত রায়ের চাঁদাবাজি চলমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ এএম

লিটন সাহার সেকেন্ড ইন কমান্ড সুব্রত রায়ের চাঁদাবাজি চলমান

 

 

# বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল খোলাবাজারে বিক্রির মামলাও হয়েছিলো তার বিরুদ্ধে
# গত ১৫ বছরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে গড়েছেন কালো টাকার পাহাড়

 

বন্ড সুবিধার অপব্যবহার করে শুল্কমুক্ত কোটায় আমদানি করা সুতা খোলাবাজারে বিক্রির মাধ্যমে শহরের টানবাজারের ঐতিহ্য ধ্বংস করেছে। বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি চাঁদাবাজ লিটন সাহার শেল্টারে টানবাজারে এলসির কালোবাজারী পরিচালনা করতেন তারই বন্ধু সুব্রত রায় (এস এস থ্রেড এক্সেসসরিক্স), বিপুল মন্ডল (শুভা এন্টারপ্রাইজ), তুষার চৌধুরী (ওয়াস্টগ্রেড) এরা অবৈধপ্রন্থায় নিজেদের ও বিভিন্ন ব্যাবসায়ীদের এলসি জোর পূর্বকভাবে ক্ষমতা দেখিয়ে ব্যাবহার করে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে শুল্কমুক্ত কোটায় আমদানি করা সুতা খোলাবাজারে বিক্রি করে টানবাজারের সূতার ঐতিহ্যকে ভূলন্ঠিত করেছে।

 

 এমনকি তাদের এই সকল অপকর্মের কারণে সরকার মাসে শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এদিকে বিগত দিনে সুব্রতসাহা এলসির কলোবাজারী ব্যাবসায় জড়িত না থাকলে ও গত ১৫ বছর যাবৎ চাঁদাবাজ লিটন সাহার সেকেন্ড ইন কমান্ড হওয়ার পর থেকেই ক্ষমতার অপব্যাবহার করে চালিয়ে যাচ্ছেন এই অপকর্ম। টানবাজার জুড়েই এই সিন্ডিকেট মেম্বাররা করেছেন অবৈধভাবে গুদাম যেখানে টনে টনে রাখা হয় এই অবৈধ সূতা।

 

 এই বন্ডের সুতা খোলাবাজারে চলে যাওয়ার ফলে দেশীয় শিল্প যথেষ্ট হুমকির মুখে পড়েছে। দেশীয় শিল্প ও হারাচ্ছে দেশের রাজস্ব। এদিকে ক্ষমতায় থাককালীন সময়ে এই বন্ডের সুতা খোলাবাজারে বিক্রির অভিযোগে সুব্রত রায় ও বিপুল মন্ডলের বিরুদ্ধে হয়েছিলো মামলা। কিন্তু সে সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ সদস্য শামীম ওসমান, সাবেক সাংসদ সেলিম ওসমানের মাধ্যমে লিটন সাহা সেই মামলা থেকে তাদেরকে রক্ষা করেন। 

 

তার পর থেকেই অবৈধভাবে ব্যবসা তাদের আরো জমজমাট হয়ে পরে। এই কতিপয় আসাধু ব্যবসায়ী ব্যাক টু ব্যাক এলসির জন্য আনা সুতা চোরাইপথে টানবাজারে বিক্রি করে বিশেষ করে সুব্রত রায় রাতারাতি কালো টাকার পাহাড় করে ফেলেন। বর্তমানে ও লিটন সাহার ভয় দেখিয়ে ইয়ান মার্চেন্টের নামে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে  চাঁদাবাজি অব্যহৃত রেখেছেন। তা ছাড়া ও বন্ড সুতার সেই সিন্ডিকেটে লিটন সাহার ২৫ কোটি টাকার বেশি লঘ্নি করা টাকার বিশাল অঙ্কের সুদ সাধারণ ব্যাবসায়ীদের কাছ থেকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আদায় করছেন।

 

এদিকে গত ২০১৯ সালের ১৬ ডিসেম্বর বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল খোলাবাজারে বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জের ২০ জন সুতা ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে কাস্টমস অ্যান্ড কমিশনারেট। কাস্টমস অ্যান্ড কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা আতিকুর রহমানের মামলায় আসামী হয়েছিলেন সুব্রত রায় (এস এস থ্রেড এক্সেসসরিক্স) ও বিপুল মন্ডল (শুভা এন্টারপ্রাইজ)। তা ছাড়া তাদের এই অবৈধ ব্যবসা পরিচালনায় পারসেন্টেস পেতেন পেতন আওয়ামী লীগের সমালোচিত সাবেক এমপি শামীম ওসমান ও তার ভাই সাবেক এমপি সেলিম ওসমান, উভয়ের ভাতিজা আজমেরী ওসমান ও  নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল। 

 

এদিকে বহু বছর যাবৎই টানবাজারে অবৈধ এলসির ব্যবসা পরিচালনা হলে সে সময় সেখানে বিপুল মন্ডল (শুভা এন্টারপ্রাইজ), তুষার চৌধুরী (ওয়াস্টগ্রেড) এদের মাধ্যমে পরিচালনা হলে ও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরই লিটন সাহার কথায় তার বন্ধু সুব্রত রায় (এস এস থ্রেড এক্সেসসরিক্স) তাকে জয়েন করা হয়। পরবর্তীতে টানবাজারে এলসির পার্সোনাল অফিস অন্য সাইডে থাকলে ও বর্তমানে প্রভাবে পদ্মা সিটি প্লাজার নিচ তলায় অফিস স্থাপন করেন। 

 

মেখান থেকেই তাদের অপকর্মের কার্যক্রম পরিলাচনা হয়। তা ছাড়া বর্তমানে লিটন সাহার বন্ধু পরিচয়ে বন্ডের গডফাদার হিসেবে পরিচিত হয়েছেন সুব্রত সাহা সেই এলসির ব্যবসা পুরোই পরিচালনা করেন টানবাজার আশা হলে সামনে সামনে তার (এস এস থ্রেড এক্সেসসরিক্স) সেই অফিস থেকে। তা ছাড়া ও টানবাজারে বেশ কয়েকটি সিন্ডিকেট চক্র প্রতিদিন অবৈধভাবে কোটি কোটি টাকার বন্ড সুতা বিক্রি করলে ও তাদের সকলের মূল হোতা হিসেবে রয়েছেন সুব্রত সাহা, বিপুল মন্ডল, তুষার চৌধুরী।

 

এদিকে গত ৫ আগষ্টে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করার পর তিনি ও তার দলের এমপি মন্ত্রীরা পালিয়ে বেড়াচ্ছে। তার মাঝে নারায়ণগঞ্জের সিংহ পুরুষ সাবেক এমপি শামীম ওসমান সহ তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও টানবাজারের চাঁদাবাজ সিন্ডিকেটের মূল হোতা লিটন সাহাসহ তাদের সকলের পুরো পরিবার পলাতক রয়েছে। ইতোমধ্যে তারা সকলেই হত্যা মামলায় আসামী হওয়ায় তাদের গ্রেপ্তার করতে খুজে বেড়াচ্ছে পুলিশ প্রশাসন।

 

 কিন্তু তাদের পৃষ্টপোষকতায় যারা বিগত দিনে ব্যাবসা সিন্ডিকেট গড়ে তুলেছেন তাদের ছড়ানো সেই ভয়-ভীতি এখনো সাধারণ ব্যবসায়ীদের মাঝে রয়ে যাওয়া ও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি দৃঢ়গতি হওয়ায় সেই সিন্ডিকেট ব্যবসায়ীরা বিভিন্নভাবে ভোল পাল্টিয়ে বহাল থেকে তাদের অত্যাচারের তাণ্ডব চালিয়ে যাচ্ছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন