শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

শুরু হয়নি নির্মাণের কাজ, দ্রুত নতুন ব্রিজ করার দাবি এলাকাবাসীর

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪  


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১নং ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকার কাসসাফ শপিং  সেন্টার সংলগ্ন ব্রিজটি পথচারী নিয়ে ভেঙ্গে খালে পড়ার প্রায় ১ মাসের হয়ে গেলেও এখনো সংস্কার কাজ শুরু করা হয়নি। তবে সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী এএসএম মশিউর রহমান বলেন, ব্রিজটি পুনরায় নির্মাণ করার জন্য সাড়ে ২২ লাখ টাকা বাজেট ধরা হয়েছে। অনুমোদনের আশায় আছেন বলে জানান তিনি।

 

 

এদিকে গুরত্বপূর্ণ এই ব্রিজটি বন্ধ থাকায় চলাচলকারী হাজারো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত ১৭ জানুয়ারি রাতে ব্রিজটির অর্ধেক অংশ ভেঙে ডিএনডি খালের মধ্যে পড়ে যায়।

 

 

এরপর থেকে পথচারী থেকে শুরু করে বয়স্ক-বৃদ্ধদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঘুরে নিজেদের গন্তব্য স্থলে যেতে হচ্ছে। ভেঙে পড়া ব্রিজটির একটু দূরেই  আরেকটি ব্রিজ থাকলেও অধিক মানুষের যাতায়াতে সেটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোন মুহূর্তে সেটিও ভেঙে পড়াতে পারে এমন আশঙ্কা করছে পথচারীরা।

 


এলাকাবাসী তথ্য অনুসারে, প্রায় এক বছর যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় এই ব্রিজটি দিয়ে মানুষ পারাপারে করে আসছিলো। তবে ঝুঁকিপূর্ণ হলেও ব্রিজটি সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সিটি করপোরেশনের পক্ষ থেকে।

 

 

পরে একপর্যায়ে গত বছরের আগস্ট মাসের ১৩ তারিখে ব্রিজের কয়েকটি পিলার ভেঙ্গে গেলে ওই ওয়ার্ডের কাউন্সিলরের নিজ উদ্যোগে সাধারণভাবে জোড়াতালি দিয়ে ব্রিজটি সাময়িকভাবে সংস্কার করা করেছিলেন। সংস্কারের কয়েকমাস ভালো গেলেও গত কয়েকদিন ধরেই ব্রিজটি অধিক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। এরপরেই সেদিন কয়েকজন পথচারী নিয়ে ব্রিজটি ভেঙ্গে পরে।

 


গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, হীরাঝিলের সেই ব্রিজটি আগের মতো বেহাল অবস্থাতেই পরে আছে। এখনও সিটি করপোরেশনের পক্ষ হতে সংস্কারের কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।    

 


এলাকাবাসী বলেন, এই ব্রিজটি দিয়ে মার্কেট থেকে শুরু করে দিনে হাজারো মানুষের চলাচল হয়। এখন এই ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারনে প্রতিটি মানুষকে অনেকটা পথ ঘুরে যাওয়া লাগে। আমাদের মতো পুরুষরা একটু বেশি ঘুরে না হয় আসতে পারি কিন্তু মহিলা ও বৃদ্ধদের এ একটু বেশি কষ্ট হয়। এছাড়া এই ব্রিজ দিয়ে দুপাশের মার্কেটসহ হাজারো ব্যবসায়ীরা চলাচল করে।

 

 

ব্রিজ ভেঙ্গে যাওয়ার পর এখানে মানুষের চলাচলও কমে গেছে। এতে মার্কেটের লোকেদের ব্যবসায়েও অনেক ক্ষতি হচ্ছে।  এ কারণে আমাদের এলাকা বাসির দাবি অতি তাড়াতাড়ি এই ব্রিজটা যেন পুনরায় নতুন করে নির্মান করে দেওয়া হোক।

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর  মো. আনোয়ার ইসলাম যুগের চিন্তাকে বলেন, এই ব্রিজটি নতুন করে করার জন্য কাজ চলছে। এলাকাবাসী, মার্কেটের লোক এবং আমিসহ মেয়র মহাদয়ের কাছে গিয়েছিলাম তখন তিনি আমাদের বলেছেন আমি দ্রুত ব্রিজ নির্মাণের কাজ শুরু করবো। তবে ৪০-৪৫ দিনের মতো সময় লাগবে।

 

 

পরে আমি মেয়র মহাদয়ের কাছে একটি আর্জি রাখি যে আপাতত চলাচলে জন্য আমরা এলাকাসীরা মিলে একটা বাশের সেতু নির্মান করি। এরপর ওনি আমাদের জানায় আমরা যেন পানি উন্নয়ন বোর্ডে আবেদন করি। আমার সুপারিশে এলাকাবাসীর সাথে আমরা পানি উন্নয়ন র্বোডে আবেদন করেছি। তারা বলেছেন আমাদের একটা ব্যবস্থা করে দিবেন।    এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর