শেখ রাসেল পার্ককে পতিতালয় বলায় বিক্ষুব্ধ না.গঞ্জবাসী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪
একটি চমৎকার দৃষ্টিনন্দন এবং নারায়ণগঞ্জ শহরের পরিবেশ রক্ষায় অতি গুরুত্বপূর্ণ পার্ককে যারা পতিতালয়ের সাথে তুলনা করে তারা কোন মানসিকতার মানুষ? আসলে তারা কি মানুষ নাকি জানোয়ার? এই প্রশ্নগুলি করছেন এখন এই শহরের সর্বস্থরের মানুষ।
গত দুই দিন এই শহরের দেওভোগ বাবুরাইল পাইকপাড়া নিতাইগঞ্জ সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে তারা মনে করেন সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী এই পার্কটি নির্মাণ করে এই শহরের পরিবেশ রক্ষায় যে ভূমিকা রেখেছেন সেটা যুগ যুগ ধরে এই শহরের মানুষ মনে রাখবে।
তারা মনে করেন এই যে এই সময়ে এসে তীব্র গরমে মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছে তাতে শেখ রাসেল পার্কের মতো যদি সারা দেশের শহরগুলিতে গাছপালা থাকতো তাহলে নিশ্চয়ই এতোটা গরম সইতে হতো না। তাই এমন একটি সুন্দর পার্ককে যারা পতিতালয় বলে তাদের চেয়ে নোংরা মানসিকতার মানুষ হতে পারে না বলেই সাধারণ মানুষ মনে করেন।
তাই এই পার্কে গিয়ে প্রতিদিন যে হাজার হাজার মানুষ প্রতিদিন প্রকৃতিকে উপভোগ করেন, ব্যায়াম করেন, বিশ্রাম নেন। ওই সকল মানুষ এখন বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা ভয়ংকর এই ধর্ম ব্যবসায়ীরা এই পার্কে ঢুকে যে ভাংচুর চালিয়েছে তার বিচার চায়।
এদিকে নারায়ণগঞ্জবাসী মনে করেন কথিত মাওলানা আউয়াল আর ফেরদৌস নারায়ণগঞ্জে মারাত্মক বিতর্কিত দুইজন মানুষ। বিগত সময়ে তারা বিভিন্ন সময়ে বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা রকম বক্তব্য দিয়ে এসেছে। কিন্তু সুবিধাবাদী এই দুই আলেমরুপী ব্যক্তি নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী এমপির সাথে সখ্যতা বজায় রেখে চলেছেন বলে বিভিন্ন সময়ে নানা রকম বিতর্কিত কর্মকান্ড করেও তারা পার পেয়ে গেছেন।
আর বিগত বছরগুলিতে এই দুই জনের মাঝে ফেরদৌস একজন ভয়ংকর ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করেছে। ইসলামী সংগঠনের নামে এই ফেরদৌস নানা রকম ব্যবসা বাণিজ্য জড়িত রয়েছে। তার কর্মকান্ডও ইসলাম সম্মত নয় বলে জোরালো মতামত রয়েছে। এই ফেরদৌস ধর্মকে ব্যবহার করে রাজনীতির নামে ধর্ম ব্যবসা চালিয়ে যাচ্ছে বলেও অনেকে মনে করেন। তাদের সরকার বিরোধীতাও ভাওতাবাজী। বাস্তবে এরা সরকারী দলের ওই এমপির সাথে সখ্যতা রেখে সকল কর্মকান্ড পরিচালনা করে আসছে। ওরা লোক দেখানো কাজ করছে।
তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এদেরকে এখন আর ওই এমপি কোনো রকম পাত্তা দিচ্ছেন না। তিনিও চান মেয়র আইভীর সাথে মিলেমিশে কাজ এই শহরের গণমানুষের জন্য কাজ করতে। যদিও এই মুহুর্তে কোনো একজন এমপি তাদেরকে মেয়রের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে কিনা সেই প্রশ্ন উঠেছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, ফেরদৌস আর আউয়াল গংই ওই এমপির সাথে মেয়রের ঐক্যটাকে মোটেও মেনে নিতে পারছে না। ওরা যেকোনো মূল্যে আবারও মেয়রের সাথে ওই এমপির বিরোধ সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে।
তবে খোঁজ নিয়ে জানা গেছে এরা নিজেরাই বার বার ওই এমপির নাম ব্যবহার করে এমপিকে বিতর্কিত করেছে। ওরা এখন হাত পা ভেঙ্গে দেয়ার কথা বলছে। মানুষ খুন করার হুমকি দিচ্ছে। পার্কের ভেতর ঢুকে ভাংচুর করার অপরাধে ওদের বিরুদ্ধে উপযুক্ত আদালতে মামলা করেছে সিটি করপোরেশন। মেয়র আইভী এখন দেশের বাহিরে অবস্থান করছেন। ওরা মামলা ফেস না করে মানুষ খুন করার মতো হুমকি দেয়ার সাহস কোথা থেকে পায়। তাহলে এই শহর কি মগের মুল্লুক?
তাই এখনই আইনশৃঙ্খলা বাহিনী এদের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিলে যেকোনো অঘটনের জন্য প্রশাসন দায়ী থাকবে বলে নগরবাসী মনে করেন। এই সুন্দরতম পার্কটির ভেতরে ঢুকে যারা ভাংচুর চালিয়েছে ওদের বিরুদ্ধে আদালতও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে নগরবাসী আশা করছেন।
এদিকে এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। একটা প্রতিষ্ঠানের ভেতর ঢুকে ভাংচুর করবে আর তার বিরুদ্ধে মামলা করা যাবে না। এটি কেমন আবদার? তারা নির্দোষ হলে রেহাই পাবে। কিন্তু মামলা করাতে হুমকী ধমকী দেয়া এ কিসের আলামত? ‘হাত ভেঙে দেবে’ ‘পা ভেঙে দেবে’ ‘খুন করবে’ এসব হুমকির অর্থ কী? এটা কি জঙ্গি-রাষ্ট্র নাকি? ওরা এই সাহস পায় কোথায়?
তিনি আরো বলেন, এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। যারা অন্তরে পতিতা লালন করে বাইরে তারা সর্বত্রই পতিতা দেখে। যাদের অন্তরে আল্লাহর অস্তিত্ব বিরাজমান তারা সর্বত্র আল্লাহর সৃষ্টির সৌন্দর্য অনুভব করে। আমি তো বাইরে কেবল মা, বোন, কন্যাদেরই দেখি, কোথাও তো অন্য কিছু দেখি না। এই জায়গায় যখন দিনের বেলায় অসামাজিক কাজ হতো, মাদকের বিস্তার ছিল, তখন এই বক-ধার্মিকদের বিরোধীতা দেখা যায় নাই। এর আগেও তারা ধর্ম-রক্ষার নামে নারায়ণগঞ্জে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছিল। এখনো ওরা ওদের সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে পারে নাই। বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে ওরা নতুন করে লাফালাফি শুরু করেছে বলে ধারণা করছি।
এদিকে এ বিষয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, সাধারণ মানুষ এই আউয়াল আর ফেরদৌসের উপর চরম ভাবে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা মনে করেন ফেরদৌস গং ধর্মের নামে নানা সময়েই লম্ফঝম্ফ করে এসেছে, এখনো করছে। কিন্তু ওরা যে ধর্মকে পুঁজি করে কিছু ব্যক্তিকে হাত করে এসব করছে এটা এখন জানে নারায়ণগঞ্জের সবাই। নারায়ণগঞ্জ শহর এবং আপপাশের এলাকায় বাস করেন অন্তত দশ লাখ মানুষ। তাদের মাঝে সর্বোচ্চ ২/৩ শ মানুষ ওদের অনুসারী।
এদেরকে জড়ো করেই ওরা নানা সময়ে নানা রকম মিশন নিয়ে মাঠে নামে। ফলে শহরের অধিকাংশ মানুষ মনে করেন ধর্ম ব্যবসায়ী এই চক্র নিজেদের ফায়দা হাসিলের জন্য বিভিন্ন সময়ে নানা কিসিমের অপকর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। কিন্তু যখনই প্রশাসন এদের বিরুদ্ধে তৎপর হয়েছে তখনই ওরা লেজ গুটিয়ে পালিয়েছে। অতএব আরো আগে থেকেই এরা একটি চিহ্নিত অপশক্তি হিসাবে নগরবাসীর মাঝে চিহ্নিত হয়ে আছে। এস.এ/জেসি
- আ.লীগের সেক্রেটারি পলাতক, ব্যবসা নিয়ে ব্যস্ত সভাপতি
- ভূইগড়ে পলিথিন কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
- ৮০ শতাংশ বিবাহিত পুরুষই নির্যাতনের শিকার : গবেষণা
- সবজির মূল্যে ঊর্ধ্বগতি
- না.গঞ্জে বেড়েছে ছিনতাই
- রূপগঞ্জে সুতা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
- গাজীর সন্ত্রাসীরা এখন দিপু ভূঁইয়ার কর্মী : সেলিম প্রধান
- ওসমান পরিবারের দোসরদের প্রতিহত করবে যুবদলের নেতাকর্মীরাই
- ফতুল্লায় শামীম ওসমানসহ ৬৩ জনের নামে হত্যাচেষ্টা মামলা
- পাগলায় অবাধে চলছে অবৈধ পলিথিন কারখানা
- আবারো ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয়
- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ব্যবসায়ীর লাশ, ধারণা হত্যা
- নাসিক সিইও’র নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে নগরীতে ঔষধ স্প্রে
- দুর্ধর্ষ সৈকত রাজ আতঙ্কে কুতুবাইল-কাঠেরপুলবাসী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু
- লাশের ১১ টুকরা ফেলে দেয়ার পর নিশ্চিন্তে ঘুম দেন প্রেমিকা রুমা
- খুনের ঘটনা বাড়ায় উদ্বেগ
- লিটন-শান্তর নেতৃত্বে বন্দর থানা কৃষকদলের কমিটির অনুমোদন
- এক বছরে পাঠ্যবই তিনবার কিনিয়েছেন শিক্ষকরা
- এক বছরে পাঠ্যবই তিনবার কিনিয়েছেন শিক্ষকরা
- সুসময়ের নৌকা প্রত্যাশীরা পলাতক
- বাংলাদেশে দূতাবাস খুলতে চায় আজারবাইজান
- না.গঞ্জের সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন গ্রেপ্তার
- রাগে-ক্ষোভে হত্যার পর লাশ ৭ টুকরো করেন প্রেমিকা
- বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা
- শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
- শহরের যানজট নিরসনে পাঁচ সংস্থার যৌথ অভিযান ও জরিমানা
- আকাঁশছোঁয়া দামে সবজি, চালে ঊর্ধ্বমুখী
- খানাখন্দে ভরা শিমরাইল-আদমজী সড়ক
- গণদাবির বিরুদ্ধে অনড় বাস মালিকরা!
- ওসমান পরিবারের দোসরদের প্রতিহত করবে যুবদলের নেতাকর্মীরাই
- রাগে-ক্ষোভে হত্যার পর লাশ ৭ টুকরো করেন প্রেমিকা
- গ্রেপ্তার হচ্ছেন পলাতক নেতারা
- দুর্ধর্ষ সৈকত রাজ আতঙ্কে কুতুবাইল-কাঠেরপুলবাসী
- বিতর্ক কর্মকাণ্ডে বিলুপ্তির পথে খোকন
- বিএনপির ব্যাড বুকে তাঁরা
- সুসময়ের নৌকা প্রত্যাশীরা পলাতক
- লাশের ১১ টুকরা ফেলে দেয়ার পর নিশ্চিন্তে ঘুম দেন প্রেমিকা রুমা
- ফতুল্লায় শামীম ওসমানসহ ৬৩ জনের নামে হত্যাচেষ্টা মামলা
- লিটন-শান্তর নেতৃত্বে বন্দর থানা কৃষকদলের কমিটির অনুমোদন
- না.গঞ্জের সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন গ্রেপ্তার
- ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আল-আজহারের গ্র্যান্ড ইমাম
- দুর্ধর্ষ দুই চাঁদাবাজে জিম্মিদশায় বন্দরের লক্ষণখোলা
- গাজীর সন্ত্রাসীরা এখন দিপু ভূঁইয়ার কর্মী : সেলিম প্রধান
- পাঁচ দিনের রিমান্ডে উপজেলার সাবেক চেয়ারম্যান স্বপন
- এক বছরে পাঠ্যবই তিনবার কিনিয়েছেন শিক্ষকরা
- সাবেক হুইপ বাবুর ক্যাডার সাবেক উপজেলা চেয়ারম্যান স্বপন গ্রেফতার
- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ব্যবসায়ীর লাশ, ধারণা হত্যা
- নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- শহরের যানজট নিরসনে পাঁচ সংস্থার যৌথ অভিযান ও জরিমানা
- ছোট বউ বলে শিউলিকে ডাকতেন খোরশেদ
- রেলওয়ে জায়গা মাথায় করে নিয়ে যাবে, তা হবেনা: মেয়র আইভী
- যারা খাদ্য কষ্টে ভুগবে তাদের পাশেই আমি সাধ্যমতো থাকবো: লিপি ওসমান
- খোরশেদের দস্যু রানী-চুন্নী-কলিজার টুকরা সব শিউলি
- রাত এগারটার পর উচ্চ স্বরে গান বাজানো যাবে না : ইমরান সিদ্দিকী
- হয় আপনি থাকবেন, নয় আমি থাকব : এসপি হারুন
- রেলওয়ের উচ্ছেদ : মনির হোটেলসহ বাকিদের সৌভাগ্য না দুর্ভাগ্য !
- শামীম ওসমানের সময় লাগে তাই হকারমুক্ত করেছি: এসপি হারুন (ভিডিও)
- পশ্চিম দেওভোগে যুবক খুন, আহত ৭
- এসপি জানেনই না চাষাঢ়া থেকে খানপুর রাস্তা দখল করে রাখে! :ডিসি জসিম
- দল আপনাকে আকাম করতে বলে নাই : এসপি হারুন
- ‘এসপি হারুনের ব্যানার খুললে সুইসাইড করমু’ (ভিডিও)
- ৩০ টাকা ভাড়ায় ৩০মিনিটে নারায়ণগঞ্জ টু বাইতুল মোকাররম
- আইন শিখাইয়া লাভ নাই, যা ভালো হয় তাই করবো : এসপি হারুন
- মেলা, মদের বার, থানকাপড় মার্কেট, বিআরটিসি সব ছিলো আলোচনায়