শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

শেখ রাসেলকে নিয়ে গান গাইলেন মমতাজ

যুগের চিন্তা অনলাইন।

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১  

‘ঝলমলে আকাশ যেমন, আধারে ঢেকে যায়’ নামের একটি গানে কণ্ঠ দিলেন গায়িকা-সাংসদ মমতাজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে নির্মিতব্য ছবি ‘রাসেলের জন্য অপেক্ষা’তে থাকবে এটি।

গানটি লিখেছেন হাসান মতিউর রহমান। আর সুর-সংগীত করেছেন ইমন সাহা। গতকাল (১ ডিসেম্বর) রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করছেন নূরে আলম।

মমতাজ বলেন, "শেখ রাসেলকে নিয়ে অনেক আবেগ কাজ করে এদেশের মানুষের। সেই কারণে আরও যত্ন করে গানটি গলায় তুলেছেন তিনি।"

গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই জনপ্রিয় শিল্পী।কণ্ঠ দিয়েছেন নির্মাতা অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার একটি গানে। ‘নাচে খুশিতে মন আজ দিশেহারা / দুটি নয়নে ফুটেছে স্বপ্ন তারা’ কথার এই গানটি লিখেছেন মাহী। মুনতাসীর তুষারের সংগীত পরিচালনায় এর সুর করেছেন ক্লোজআপ তারকা মাহাদী ও মুনতাসীর তুষার। 

খুব দ্রুতই সংগীত পরিবেশন করতে মমতাজ যাচ্ছেন সৌদি আরবে। আগামী ২৪ ডিসেম্বর দেশটির জেদ্দায় এক অনুষ্ঠানে গান গাইবেন তিনি।
 
মমতাজ জানান, সৌদি আরবের আগে সংযুক্ত আরব আমিরাতে যাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। সেখানে ১৬ ডিসেম্বর দুবাইয়ের একটি অনুষ্ঠানে গাইবেন তিনি। এরপর ১৮ ডিসেম্বর মাতাবেন শারজাহ স্টেডিয়াম। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজনগুলো হচ্ছে।

এই বিভাগের আরো খবর