শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৪  

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম নিউজ-১৮।

সোমবার বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে ‘লং মার্চ টু’ ঢাকা কর্মসূচির সময়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পলিয়ে যেতে বাধ্য হন। এই ঘটনা ঘটার আগে রোববার রাত এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে।

শেখ হাসিনা পালিয়ে ভারতে যান। বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে করে তাকে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। হাসিনার ইচ্ছা ছিল তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেবেন।

তবে একটি সূত্র জানিয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় যুক্তরাজ্য।

এই বিভাগের আরো খবর