সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

শ্রমিকদের ডাকা ধর্মঘটের প্রভাব পড়েনি নারায়ণগঞ্জে 

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১  

কাভার্ডভ্যান, ট্রাক ও  প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক এসোসিয়েশন ও ট্রাক শ্রমিক ফেডারেশনের ডাকা ৭২ ঘন্টার ধর্মঘটে নারায়ণগঞ্জে কোনো প্রভাব পড়েনি। ধর্মঘটের কথা জানেনা অনেক পণ্য পরিবহনকারি যানবাহনের চালকরা। সকাল থেকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জসহ বিভিন্ন স্থানে ট্রাকে-কাভার্ডভ্যানে পণ্য লোড আনলোড হয় স্বাভাবিক দিনের মতোই। 

 

নিতাইগঞ্জের ট্রাক মামুদ মিয়া, আফজাল আলী, শুক্কুর আলি জানান, সকালে গাড়িতে এসে শুনেছেন আজ ধর্মঘট। কিন্তু কারা কি কারনে ধর্মঘটের ডাক দিয়েছে তারা কিছুই জানেন না । তাদের সংগঠনের নেতারা এ বিষয়ে তাদের কিছু জানায়নি। 

 

ফতুল্লা ট্রাক স্ট্যান্ডের চালক আব্দুল্লাহ জানান, পণ্য পরিবহন মালিক শ্রমিকদের একাধিক সংগঠন রয়েছে। এদের মধ্যে সমন্বয়হীনতার কারনে এই অবস্থা হয়েছে। তিনি বলেন, যেসব দাবীতে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে তা বাস্তবায়ন করার দাবি জানিয়ে আসছি দীর্ঘদিন ধরে। কিন্তু আমাদের দাবীর কথা সরকার কর্ণপাত করছেনা। তিনি বলেন, সকল মালিক শ্রমিক সংগঠন একত্রে বসে যদি আন্দোলনের ডাক দেয় তবেই সফুল মিলবে। অন্যথায় বিচ্ছিন্ন ভাবে ধর্মঘট পালন করে দাবি আদায় করা সম্ভব নয়। 

 


পণ্য পরিবহন মালিক এসোসিয়েশন ও শ্রমিক ফেডারেশনের ডাকা ৭২ ঘন্টার ধর্মঘটের পনের দফা দাবিনামার মধ্যে রয়েছে মোটরযান মালিকদের অগ্রিম আয়কর বাতিলসহ কাগজপত্র চেকিং এর স্থান নির্ধারন করা, ৫০ কিলোমিটার পরপর শ্রমিকদের জন্য বিশ্রামাগার নির্মাণ ইত্যাদি।
 

এই বিভাগের আরো খবর