সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সংস্কারের জন্য বন্ধ যান চলাচলে ভোগান্তি

আবু সুফিয়ান

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২  



এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও-তালতলা সড়কের দৈর্ঘ্য প্রায় সাড়ে ১১ কিলোমিটার। আর এই সড়কের ২নং ওয়ার্ডের এনসিসি পার্ক মোড় থেকে ৪২০ ফুট সড়ক বৃষ্টির সময় চলাচল অনুপযোগী হয়ে পরে। কারন জমে থাকা পানি বের হতে পারে না। তাই গত কিছুদিন আগে এই সড়কের পাশের ড্রেন সংস্কার কাজ এবং সড়কটি উঁচু করনের কাজ শুরু হয়েছে।

 

 

কিন্তু সংস্কার কাজে নেই কোন অগ্রগতি। আর এদিকে সংস্কার কাজ চলায় সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এই স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষার মৌসুমে কিংবা বৃষ্টির সময় পানি জমে এই সড়ক ব্যবহার অনুপযোগী হয়ে পরে। তখন এই সড়কে চলাচলে এলাকাবাসীর ভীষন দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরতদের বেশি দুর্ভোগের স্বীকার হতে হয়।

 

 

তাই এলাকাবাসীর প্রাণের দাবি পার্কের মোড়ের এই অংশটুকু যেন দ্রুত সংস্কার করে যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। আজ সোমবার (৫ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, মেথোর খোলা থেকে বক্তাবলি যাবার রাস্তাটি বন্ধ রয়েছে। জানা যায়, গত ৩ ডিসেম্বর মাইক যোগে রাস্তাটি বন্ধের ব্যপারে এলাকাবাসীকে জানিয়ে দেয়া হয়।

 

 

ঘোষনায় বলা হয় রোববার (৪ ডিসেম্বর) থেকে এই সড়কে যান চলাচল বন্ধ থাকবে। গার্মেন্টস কর্মী মিনারা বেগম বলেন, বৃষ্টির সময় আমাদের এই রাস্তায় অনেক কষ্ট হতো। এখন সংস্কার কাজ চলছে, কিন্তু গাড়ি বন্ধ থাকায় আমাদের হেঁটেই যেতে হচ্ছে। কাজ যে কবে শেষ হবে।

 

 

অটো চালক রাসেল মিয়া জানান, সংস্কারের কাজ শুরু হয় ১৮ থেকে ২০ দিন আগে। আর যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে ২ দিন আগে। তাই আমাদের পঞ্চবটী দিয়ে ঘুরে বক্তাবলী এবং তালতলা যেতে হয়। এতে আমাদের সময় বেশি নষ্ট হচ্ছে।

 

 

মফিজুল ইসলাম নামের একজন স্থানীয় ব্যাক্তি বলেন, সংস্কারের জন্য রাস্তাটি বন্ধ থাকায় পঞ্চবটী দিয়ে ঘুরে অথবা শাহী মসজিদের পিছন দিয়ে ঘুরে আমাদের যেতে হচ্ছে। এতে আমাদের সময় আর টাকা বেশি লাগছে। সংস্কারের জন্য বেশি সময় লাগলে আমাদের আরোও বেশি কষ্ট হবে।

 

 

এখানকার আরএস কম্পোজিটের গাড়ি চালক মোঃ শাহেদ জানান, গাড়ি চলাচল বন্ধ থাকায় আমরা এইদিক দিয়ে আমাদের গাড়িগুলো কারখানায় ঢুকাতে পারছি না। যেভাবে কাজ হচ্ছে তাতে মনে হয় ১ মাসেও কাজ শেষ করতে পারবে না। আরএস গার্মেন্টস মোড় এলাকার বাসিন্দা মোঃ সিহাব বলেন, গাড়ি চলাচল বন্ধ থাকায় আমাদের পঞ্চবটী, বিসিক ও নারায়ণগঞ্জ যেতে হলে ঘুরে যেতে হয়। অথচ পঞ্চবটী পাশেই অবস্থিত।

 

 

সংস্কারের জন্য নিয়োজিত লেবারের দায়িত্বে থাকা বিল্লাল হোসেন জানান, এই সড়কের ৪২০ ফুট রাস্তার এরসিসি ঢালাই এর পূর্বের কাজগুলো চলমান। কাজটি শুরু হয়েছে অনেক আগেই। আমরা যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা চালিয়ে চাচ্ছি।

 

 

সাইটের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোঃ ফারুক জানান, রাস্তাটি ব্যস্ত হবার কারনে আমরা চেষ্টা করছি যেন তাড়াতাড়ি কাজটি শেষ করতে পারি। কাজটি আমরা প্রায় ২০ দিন আগে শুরু করেছি। আর ড্রেনের কাজ তারও আগে শুরু করি। আমরা নিচের কাজগুলো শেষ হলে ঢালাইয়ের কাজ করবো।

 

 

তিনি আরোও বলেন কিউরিং শক্ত হতে যে কয়দিন লাগে ততদিন যানচলাচল বন্ধ থাকবে। কাজ শেষ হবার পর কিউরিং শক্ত হতে সময় লাগবে ২ সপ্তাহেরও বেশি। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাস্তা বন্ধের বিষয়ে তিনি বলেন, কাজ চলমান অবস্থায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিকল্প রাস্তা হিসাবে পঞ্চবটী অথবা শাহী মসজিদ হয়ে ঘুরে যেতে হবে।

 

 

তিনি আরোও বলেন, কিউরিং শক্ত না হওয়া পর্যন্ত এভাবেই যাতায়াত করতে হবে। তবে আমরা কাজটি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এনায়েতনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মোঃ আক্তার হোসেন জানান, কাজটি শুরু হয়েছে প্রায় ২৫ দিন আগে। কাজ চলমান। শেষ হতে কিছুদিন সময় লাগবে।

 

 

কতো দিন লাগবে তার জবাবে তিনি বলেন, আরো ২০ থেকে ২৫ দিনের মতো লাগতে পারে। কাজ ধীর গতিতে হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি জানি কাজ চলছে। ধীর গতিতে যদি হয়ে থাকে তাহলে আমি বিষয়টি দেখবো। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোসাঃ শামসুন নাহারের সাথে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর