শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

সকল দলের অংশগ্রহণে না.গঞ্জ-৫ আসনের নির্বাচন হোক : পারভীন ওসমান

এম সুলতান

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩  


নারায়ণগঞ্জ-৫ আসনে অনেক উন্নয়ন হয়েছে, আরো হচ্ছে। যদি বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে তাহলে দেশের মানুষ আরো ভালো থাকবে ও অনেক বেশি উন্নয়ন হবে। সোমবার ১১ সেপ্টেম্বর একটি বেসরকারী টেলিভিশন দেশ টিভির এক টকশোতে নারায়ণগঞ্জ-৫ আসনে চার বারের নিবাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের স্ত্রী ও জাতীয় পার্টিও প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান এসব কথা বলেন।

 

 

নারায়ণগঞ্জ-৫ আসন অনেক দিন ধরে দখল করে রেখেছে ও এবারো কি আগের মত শক্তি নিয়ে ফিরে আসবে এমন প্রশ্নে তিনি বলেন, জাতীয় পার্টি দখল করে রাখেনি । কারণ বর্তমান সরকার মহাজোট সেটাতে জাতীয় পার্টি আছে। এ আসনে মনোনয়ন যে দেন সেটা দল থেকে বা মহাজোট থেকে সেটা প্রধানমন্ত্রী সবটা জানেন।

 

 

তবে কে কোন দল করে সেটা কোন বিষয় না আমরা দেখবো কোন দল এর এমপি ক্ষমতায় এস ঠিক মত কাজ করে আরে করবে। যে এমপি শিক্ষা ও স্বাস্থ্য সহ সকল খাতে উন্নয়ন করে। তবে আওয়ামীলীগ বা জাতীয় পার্টি দখল করে রেখেছেন সেটা কোন বিষয় না। আমি ওসমান পরিবারর বড় বউ বর্তমানে যে এমপি আছে সে আমার দেবর সেলিম ওসমান।

 


পারভীন ওসমান বলেন, ১৯৮৬ সালে যখন নাসিম ওসমান এমপি হন তখন তার বয়স ছিলো একবারে কম তখন এরশাদ সাহেব রাষ্টপ্রধান ছিলেনতার আমলে সারাদেশে অনেক উন্নয়ন হয়েছে এটা সবাই জানে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছে তার আমলেও অনেক বেশি উন্নয়ন হচ্ছে। জাতীয় পার্টি নারায়ণগঞ্জ-৫ আসনে অনেক বেশি উন্নয়ন করেছে এখনো হচ্ছে।

 


নিত্যপণ্যের দাম ও মোলিক অধিকার কতটা আদায় করতে পেরেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে এমন প্রশ্নে তিনি আরো বলেন, বর্তমানে জিনিসের দাম কিছুটা বেশি এটা সকলে জানি তবে সারাদেশের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে সেদিক খেয়াল করলে এদাম সেটা ঠিক আছে। তবে এটা যে সব সময় বেশি থাকবে এটা ঠিক না। সাধারন মানুষের কিন্তু আয় বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের দেখতে হবে।

 


এ আসনে আগের ও বর্তমানে জাতীয় পার্টি আছে যদি এবারো জাতীয় পার্টিকে মানুষ আনে সেটা কেনো আনবে এমন প্রশ্নে বলেন, মানুষ যখন নির্বাচন করতে আসে তখন সামনে ও পিছনে অনেক ধরনের কথা আসে। নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়ন হবে সে আসায় মানুষ ভোট দিয়ে জয় লাভ করাবে মানুষ চায় স্কুল কলেজ ও হসপিটাল হক।

 

 

কারণ বন্দর থেকে অনেক সময় রোগি শহরে আনতে আনতে মারাযায় তাই বন্দরে হসপিটাল দরকার। তবে বর্তমান সরকার ও জাতীয় পাটির হাত ধরে নারায়ণগঞ্জ-৫ আসনে অনেক উন্নয়ন হয়েছে আরো হচ্ছে। আগামী নির্বাচনে যে এমপি হবে সে যেন আরো বেশি উন্নয়ন করে।

 

 

সেটা আমি চাই। সকল দলের অংশ গ্রহনে নির্বাচন হোক এটাই আমি চাই। জনগণ যাকে ভোট দিবেন সেই ক্ষমতায় আসবে এবং সে যাতে সুন্দর করে কাজ করে সেটাই আমাদের চাওয়া। তবে বিএনপি ভাইয়েরা আমাদের অনেক ধরনের খোঁচা দিয়ে কথা বলে তারা বলে নারায়ণগঞ্জে নাকি তেমন কোন উন্নয়ন হয়নি তাহলে আপনারা দেখেন শহরে যে পরিমান উন্নয়ন কাজ হচ্ছে সেগুলা কি।এন.হুসেইন রনী /জেসি

এই বিভাগের আরো খবর