বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

সদর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক গ্রেপ্তার

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪  

 নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.রফিক’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে গোগনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রফিক’কে গ্রেপ্তার করা হয়।

 জানা যায়, গোগনগর উত্তর মসিনাবন্দ এলাকার মজিদ মিয়ার ছেলে মো.রফিক। সে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। এবিষয়ে নারায়ণগঞ্জ সদর থানা অফিসার ইনর্চাজ বলেন, রফিককে শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।

এই বিভাগের আরো খবর