মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সন্ত্রাস ও জলাবদ্ধতা নিয়ে বিপাকে ফতুল্লাবাসী

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১১ জুলাই ২০২১  

এখন একই সাথে দুটি সংকটের মুখোমুখী হচ্ছেন ফতুল্লার মানুষ। একদিকে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পরে দূর্বিসহ জীবন-যাপন করছেন তারা, অপরদিকে সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে ফতুল্লার বিভিন্ন এলাকার নিরীহ সাধারণ মানুষ। জলাবদ্ধতার বিষয়টি গত দেড় মাস ধরে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হচ্ছে। এই জলাবদ্ধতা নিয়ে এখন বৈঠকের পর বৈঠক হচ্ছে। কিন্তু কাজের কাজ কিছু হবে কিনা সেটা বলা যাচ্ছে না।

 

তবে এই বর্ষায় যে আর তাদের জলাবদ্ধতা থেকে কোনো মুক্তি নেই সেটা বুঝা যাচ্ছে। কারণ যে সকল পরিকল্পনার কথা শোনা যাচ্ছে এগুলো আর এই বর্ষায় বাস্তবায়ন হচ্ছে না বলেই পরিস্কার জানা গেছে। অপরদিকে ফতুল্লার সর্বত্র এখন একাধিক সন্ত্রাসী গ্রুপ ভয়ানক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সূত্রমতে জানা গেছে, এই সন্ত্রাসীদের কাছে এখন আর কেউই নিরাপদ নয়। এমন কি সংসদ সদস্য শামীম ওসমান নিজেও কিছু করতে পারছেন না বলে জানা গেছে।

 

এ বিষয়ে একজন ভুক্তভোগী জানান, বক্তাবলীতে তার একটি জমিতে সাইনবোর্ড লাগিয়ে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে একটি সন্ত্রাসী গ্রুপ। পরে তিনি নিরুপায় হয়ে বিষয়টি সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী একজন সিনিয়র আওয়ামী লীগ নেতাকে জানান। কিন্তু ওই নেতা তাকে বলেন যারা তার কাছে চাঁদা চাইছে তাদেরকে তিনি কিছু বলতে পারবেন না, আর বললেও কোনো লাভ হবে না। কারন এই সন্ত্রাসীরা তার কথা শুনবে না। তখন ওই ব্যাক্তি ওই নেতার পরামর্শ চান, তিনি বিষয়টি সংসদ সদস্য শামীম ওসমানকে জানাবেন কিনা? জবাবে নেতা বলেন এটা শামীম ওসমানকে জানিয়েও কোনো লাভ হবে না।

 

কারন প্রথমত শামীম ওসমানকে বললে এতে শামীম ওসমান বিব্রত হবেন। দ্বিতীয়ত শামীম ওসমানও এদেরকে কিছু বলবেন না। তখন ওই নেতা বলেন আপনি আইনশৃংখলা বাহিনীর কাছে যান। কিন্তু ওই লোক আইনশৃংখলা বাহিনীর কাছে যেতেও সাহস পাননি। পরে সন্ত্রাসীদের সাথে তিনি দশ লাখ টাকায় রফাদফা করেন। এই হলো ফতুল্লার বর্তমান অবস্থা। এছাড়া সন্ত্রাসী এই গ্রুপটি একজন প্রভাবশালী ব্যাক্তির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। পাড়া মহল্লায় প্রভাব বিস্তার করছে সন্ত্রাসীরা এবং তাদের পরিবার পরিজন। নতুন যারা বাড়ি বানাচ্ছে তাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করছে। কেউ জমিজমা কিনে কোনো রকম শান্তি পাচ্ছে না।

 

এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় যে সকল মুরুব্বীরা সামাজিক বিচার আচার করছে তাদেরওে অপমান করছে এই সন্ত্রাসীরা। ফলে ফতুল্লার বিভিন্ন পাড়া মহল্লায় সামাজিক শৃংখলাও ভেঙে পরেছে। তাই গোটা ফতুল্লা জুড়ে সন্ত্রাসীদের অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে পরেছে মানুষ। এমন কি এই সন্ত্রাসীদের কাছে খোদ শামীম ওসমানের লোক হিসাবে যারা পরিচিত তারাও অসহায় হয়ে পরেছেন বলে তারা জানিয়েছেন। তাই ফতুল্লাবাসী এখন দুটি বড় সমস্যায় ভুগছেন। একটি হলো জলাবদ্ধতা আর অপরটি হলো সন্ত্রাস। মূলত এমনই বেহাল দশা এখন জাদরেল সংসদ সদস্য একেএম শামীম ওসমানের। 

এই বিভাগের আরো খবর