শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

সপ্তাহের ব্যবধানে আবারও চড়া সবজির বাজার

নুরুন নাহার নিরু

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩  

 


সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে শীতকালীন সবজি এবং আলু ও পেয়াজের দাম। শীত কালীন সবজির ভরা মৌসুম এখন। এই সময়টাতে বাজারে সবজির সরবরাহ সবচেয়ে বেশি থাকে। এরপরেও বাজারে সপ্তাহের ব্যবধানে সকল সবজির দামে ১০ টাকার বেশি বেড়েছে। যেখানে দাম কমার কথা সেখানে দাম আরো বেড়েছে গেছে। এছাড়া ক্রেতারা মনে করছেন বর্তমানে আলুর দাম বেশি থাকার কারনে এর প্রভাব পরছে সবজির উপর।

 


বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় দেশি পেয়াজের কেজিতে ২০ টাকা বেড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পাল্লা ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান পেয়াজের প্রতি কেজি ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে আর পাল্লা ৬৫০ টাকা। সারাবছরের পাওয়া গোলবেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। শালগম, ফুলকপি, বাধাকপি, মুলা বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা দরে। যা গত সপ্তাহেও ৪০ টাকা দরে বিক্রি হয়েছে।

 

 

শীতকালীন সবজি শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা দরে।এছাড়া সবচেয়ে বেশি বেড়েছে লাউয়ের দাম। প্রতিটি লাউ কিনতে হচ্ছে ৮০ টাকা থেকে ১০০ টাকা দরে। যা গত সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। অন্যদিকে ১ সপ্তাহে ব্যবধানে কাচামরিচ ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা দরে। পুরাতন আলুর প্রতি পাল্লা বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে এবং নতুন আলু বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা দরে।  

 


বিক্রেতারা বলছেন বাজারে আলু ও পেয়াজের দাম এখনও চড়া থাকার কারনে অন্যান্য সবজির উপর দামের চাপ পরেছে। বাজারে এখনও নতুন আলু বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা দরে। পুরাতন আলুর কথা তো  না বলাই চলে। একারনে মানুষ আলু কিনছে কম। সবজির দিকে ঝুকছে বেশি। অন্যদিকে কয়েকদিন পর পরই অবরোধ ঘোষনা করে। এই অবরোধের মধ্যে পরিবহন ভাড়াও বেড়ে যায়।    

 


বাজারের হালচাল নিয়ে প্রশ্ন করায় বেসরকারি অফিসের এক কর্মচারী বলেন, বাজারে এখন মানুষের দাম কম। আর কোনো কিছুর দাম কম নাই। শীতকালীন সবজি বাজার জুড়ে ভরপুর থাকার পরেও দাম কমছে না। বরং দিন দিন আরো বাড়ছে। পুরাতন আলুর চেয়ে নতুন আলুর দাম কম কিন্তু মানুষ পুরাতন আলুই কিনছে বেশি। এইকারণে বাজারের লোকেরা সিন্ডিকেট করে পুরাতন আলু দামে বিক্রি করছে।    

এই বিভাগের আরো খবর