Logo
Logo
×

খেলাধূলা

সব কিছুই যেন তার পরিকল্পনা অনুযায়ী হয়েছে

Icon

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৬ পিএম

সব কিছুই যেন তার পরিকল্পনা অনুযায়ী হয়েছে

ডেস্ক রিপোর্ট  (যুগের চিন্তা ২৪) : মোস্তাফিজের প্রশংসা ঝরে পড়েছে আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগানের কণ্ঠে। তিনি বলেন, ‘বাংলাদেশকে অভিনন্দন। ৬ বলে ৮ রান খুব কঠিন কিছু ছিল না। রশিদ, নবি, সেনওয়ারিরা এ রান নিতে পারতো। কিন্তু সব কৃতিত্ব অবশ্যই তার (মোস্তাফিজ) জন্য। অসাধারণ বৈচিত্র্য দিয়ে বোলিং করেছে সে। সব কিছুই যেন তার পরিকল্পনা অনুযায়ী হয়েছে।’

কী অবিশ্বাস্য বোলিংটাই না করলেন মোস্তাফিজুর রহমান! শেষ ওভারে প্রতিপক্ষকে মাত্র ৪ রানের বেশি নিতে দিলেন না। আইপিএলে নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করার বহু নজির রয়েছে দ্য ফিজের।

কিন্তু দেশের হয়ে শেষ ওভারে এতটা ইকনোমিক্যাল বোলিং সম্ভবত এবারই করতে পারলেন। মোস্তাফিজের বোলিংয়ে অবিশ্বাস্যভাবে ৩ রানে জয় পেলো বাংলাদেশ দল। সে সঙ্গে এশিয়া কাপের ফাইনালে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখলো বাংলাদেশ।

আগের ওভারে না হয় হার্ডহিটার মোহাম্মদ নবি আউট হয়ে গেছেন। কিন্তু মোস্তাফিজ যখন শেষ ওভারে বল করতে আসেন, তখন সামনে ছিলেন রশিদ খান। আগের ম্যাচে যিনি অপরাজিত ৫৭ রান করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন। সেই রশিদ খানকে বোকা বানিয়ে ছাড়লেন মোস্তাফিজ। তার বলে বোকা বনে সহজ ক্যাচ তুলে দিলেন রশিদ খান। নিজের বলে নিজেই ক্যাচ নিলেন কাটার মাস্টার।

শেষ ওভারে প্রয়োজন ৪ রান। কী অসাধারণ ডেলিভারি দিলেন। আউটসাইড অফ, শট বল। সেই বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি সামিউল্লাহ সেনওয়ারি।

ম্যাচ শেষে মোস্তাফিজের উচ্চসিত প্রশংসা ঝরে পড়লো অধিনায়ক মাশরাফির কণ্ঠে। পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে মাশরাফি বলেন, ‘ম্যাচ শেষে এক কথায় বলবো, মোস্তাফিজ হচ্ছে একজন ম্যাজিসিয়ান। এ ধরনের অনেক ম্যাচ আছে যে গুলোর শেষ মুহূর্তে ৮-৯ রান নিয়ে আমরা জিততে পারিনি। অথচ আজ আমরাই সেই ৮ রানকে বাঁচিয়ে দিলাম। সে শেষ পর্যন্ত ম্যাচ ছেড়ে দেয়নি।’

সাকিবেরও প্রশংসা করলেন মাশরাফি। তিনি বলেন, ‘শেষ তিনটি বল খুবই ভালো করেছ সাকিব। এরপরই আমরা মোস্তাফিজকে বলি উইকেট নেয়ার চেষ্টা করতে। কারণ, তারা হিট করতে গিয়ে মিস করবে। মোস্তাফিজকে আমরা চেয়েছিলাম ১০ ওভার পুরো করাতে। কিন্তু তার পায়ে খিঁচুনি দেয়া দিয়েছিল। যে কারণে পারিনি। এমনকি ইয়র্কার পর্যন্ত দিতে পারেনি।’

রিয়াদ-ইমরুলের প্রশংসা না করেও পারলেন না মাশরাফি। তিনি বলেন, ‘সবার আগে এই বিজয়ের কৃতিত্ব দিতে হবে ইমরুল আর রিয়াদকে। তারা দু’জন অসাধারণ ব্যাটিং না করলে আমাদের জয় সম্ভব হতো না।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন