মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ১ ১৪৩১

সব শ্রেণির মানুষ এসেছেন শহীদী মার্চে

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৪  

 

বৈষম্যবিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিজয়ের ১ মাস পূর্তি উপলক্ষে শহীদী মার্চে অংশ নিয়েছেন সকল শ্রেণিপেশার মানুষ। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শহরের চাষাঢ়ায় এ শহীদী মার্চ অনুষ্ঠিত হয়। পরে শহীদী মার্চ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

 


শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ কেউ খালি গলায়, কেউ হ্যান্ডমাইকে স্লোগান দিয়েছেন। তাদের মূল স্লোগান ছিল- ‘আমাদের শহীদেরা, আমাদের শক্তি’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি। মিছিলের মাঝে মাঝে শেখ হাসিনার বিচার চেয়েও স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কেউ কেউ শহীদদের নাম ও ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন। ‘শহীদদের হত্যার বিচার চাই’, ‘আত্মকর্মসংস্থানমূলক শিক্ষাব্যবস্থা চাই’সহ নতুন সরকারের কাছে বিভিন্ন প্রত্যাশাও জানিয়েছেন কেউ কেউ।     এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর