বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

সাংস্কৃতিক সংগঠক আনোয়ার হোসেন আর নেই

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১  

সাংস্কৃতিক সংগঠক আনোয়ার হোসেন আজ সকাল ৬ টায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। আনোয়ার হোসেন গত ২৯ মার্চ নিমোনিয়া অসুখ নিয়ে ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা ধরা পরে।

 

গত মঙ্গলবার নমুনা টেস্টে তার করোনা নেগেটিভ হয়। তারপরও আর সুস্থ হতে পারেন নি। আনোয়ার হোসেন সাবেক নারায়ণগঞ্জ পৌর সভার কমিশনার তারা মিয়া’র (তারু সরদার) জ্যেষ্ঠ সন্তান। শনিবার বাদ জোহর আমলাপাড়া-মিশনপাড়া জামে মসজিদে জানাজা শেষে তাকে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়।

 

আনোয়ার হোসেন ১৯৭৪ সালে কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজ থেকে এসএসসি, ঢাকার শহীদ তিতুমীর কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে বাংলায় অনার্স সম্পন্ন করেন। ছাত্রাবস্থায় তিনি সাংস্কৃতিক কর্মকা- ও ছাত্র-রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি উদীচী নারায়ণগঞ্জ জেলা ও ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছিলেন।

 

এছাড়াও তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। গত শতকের সত্তর ও আশির দশকের সাংস্কৃতিক সংগঠন ‘পলাশ’ ও ‘উদীচী’র বিভিন্ন অনুষ্ঠানে তিনি অভিনয় ও নৃত্য পরিবেশনায় যুক্ত থেকেছেন। তিনি নিজে কয়েকটি গীতি-নাট্য ও নৃত্য-নাট্য’র নির্দেশনা দিয়েছেন। গত শতকের শেষ দশকে তিনি ঢাকায় চলে যাওয়ার পর চলচ্চিত্র নিয়ে বেশ আগ্রহী হয়ে ওঠেন। এ সময় তিনি কয়েকটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রে অভিনয় এবং নির্মাণ করেন। তিনি বেশ কয়েকটি টিভি-বিজ্ঞাপনের মডেল হিসেবেও অভিনয় করেছেন। তার পরিবারে তার স্ত্রী ছাড়াও রাহিল নামের এক ছেলে ও মৌসুম নামের এক মেয়ে আছে। রাহিল ঢাকায় আইন নিয়ে এবং মৌসুম ডেনমার্কে পড়াশুনা করছে।
 

এই বিভাগের আরো খবর